প্রিয়ঙ্কা লেখেন, 'আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। ২ বছর আগে এই দিনে তুমি আমায় জিগ্যেস করেছিলে, বিয়ে করবে আমায়? আমি সেদিন কথা বলতে পারিনি, কিন্তু সেই থেকে প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমায় হ্যাঁ বলে এসেছি। তুমি এই মুহূর্তটা আমার জীবনে অবিস্মরণীয় করে তুলেছিলে। আমার কথা সবসময় ভাবার জন্য ধন্যবাদ। আমি এই দুনিয়ার সবথেকে ভাগ্যবতী মেয়ে। ভালবাসি তোমায়।'@nickjonas কিছুদিন আগে নিকের মায়ের জন্মদিনও একত্রে কাটিয়ে ছিলেন তাঁরা। পরিবারের বিভিন্ন অনুষ্ঠানেও একে অপরের পাশে থাকেন প্রিয়ঙ্কা-নিক। এই আবেগপ্রবণ পোস্টের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি শেয়ার করেন প্রিয়ঙ্কা। আমায় বিয়ে করবে? নিককে কী উত্তর দিয়েছিলেন প্রিয়ঙ্কা? ২ বছর পর শেয়ার করলেন ইনস্টাগ্রামে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2020 01:51 PM (IST)
জনসমক্ষেই একে অপরের প্রসংশা করেন তাঁরা। একে অপরের পরিবারের সঙ্গেও ভালো সময় কাটান তাঁরা। কিন্তু আজ থেকে ঠিক দুই বছর আগে এসেছিল সেই মুহূর্ত।
মুম্বই: সেদিন মুখ ফুটে হ্যাঁ বা না বলতে পারেননি। কিন্তু তার পর থেকে প্রতিটি দিন, প্রতিটা মুহূর্তে তিনি হ্যাঁ বলে গেছেন। এভাবেই ২ বছর আগের এই দিনটিকে মনে করলেন প্রিয়ঙ্কা চোপড়া। ২০১৮ সালের ১ ডিসেম্বর পপস্টার নিক জোনাসের সঙ্গে গাঁটছড়়া বাঁধেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তারপর জীবনের প্রতিটা মুহূর্ত একে অপরের সঙ্গে কতটা উপভোগ করেছেন, তা সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি দিয়ে বুঝিয়েছেন দুজনেই। জনসমক্ষেই একে অপরের প্রসংশা করেন তাঁরা। একে অপরের পরিবারের সঙ্গেও ভালো সময় কাটান তাঁরা। কিন্তু আজ থেকে ঠিক দুই বছর আগে এসেছিল সেই মুহূর্ত। যখন প্রিয়ঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন নিক। তখন নাকি প্রিয়ঙ্কা এতটাই আপ্লুত ছিলেন, কথা বলতে পারেননি। কিন্তু সারাজীবন একসঙ্গে কাটানোর সম্মতি ছিল তাঁর। আজও নিকের ব্যাপারে যে তিনি ততটাই মুগ্ধ, তা বোঝা গেল এই ইনস্টাগ্রাম পোস্টে।