নিউ ইয়র্ক: বলিউড থেকে হলিউডে গিয়ে দিব্যি জমিয়ে বসেছেন প্রিয়ঙ্কা চোপড়া। এবার তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হলিউডের এক অভিনেতাকে চুমু খাচ্ছেন তিনি।

প্রিয়ঙ্কা এখন কোয়ান্টিকো সিজন ৩-এর শ্যুটিংয়ে ব্যস্ত। সেখানেই এক দৃশ্যে তিনি চুমু খেয়েছেন সহ অবিনেতা অ্যালান পাওয়েলকে।

দেখুন ছবিগুলি

[embed]https://www.instagram.com/p/BeFeqL2nq7s/?utm_source=ig_embed&utm_campaign=embed_legacy[/embed]

[embed]https://www.instagram.com/p/BeFdnjkF4Y9/?utm_source=ig_embed&utm_campaign=embed_legacy[/embed]

[embed]https://www.instagram.com/p/BeFdw4ElyK4/?utm_source=ig_embed&utm_campaign=embed_legacy[/embed]

[embed]https://www.instagram.com/p/BeFdzZ4FFCz/?utm_source=ig_embed&utm_campaign=embed_legacy[/embed]

[embed]https://www.instagram.com/p/BeFduXaFAGg/?utm_source=ig_embed&utm_campaign=embed_legacy[/embed]

[embed]https://www.instagram.com/p/Bd3mu2mgHqI/?utm_source=ig_embed&utm_campaign=embed_legacy[/embed]

প্রিয়ঙ্কার অনুরাগীরা অনেকদিন ধরেই তাঁর বলিউডি ছবির অপেক্ষায়। কোয়ান্টিকোর পাশাপাশি হলিউডি ছবি আ কিড লাইক জেক ছবিতে কাজ করছেন তিনি।