ক্রিসমাসে বাড়ি ফিরছেন প্রিয়ঙ্কা
ABP Ananda, Web Desk | 11 Dec 2016 12:18 PM (IST)
মুম্বই: ক্রিসমাসের সময়টা বাড়িতে কাটাতে চান প্রিয়ঙ্কা চোপড়া। মার্কিন টেলিভিশনের ব্যস্ত জগতকে পিছনে ফেলে ১২দিনের জন্য মুম্বই আসছেন তিনি। ২১ তারিখ মুম্বই পা রাখছেন ‘দেশি গার্ল’। যদিও এই কদিন প্রিয়ঙ্কা খুব একটা শুয়ে বসে সময় কাটাতে পারবেন বলে মনে হয় না। কেশসংক্রান্ত একটি সামগ্রীর বিজ্ঞাপনের জন্য আন্তর্জাতিক চুক্তি সই করেছেন তিনি, তার ক্যাম্পেন শ্যুট করতে হবে তাঁকে। শ্যুট করতে হবে ৭টি পত্রিকার প্রচ্ছদের জন্য। কর্ণ জোহরের কফি উইথ কর্ণের শ্যুটিংও সারতে হবে। শুনতে হবে জোয়া ও ফারহান আখতারের স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট শোনাবেন রীতেশ সিধওয়ানি, মধুর ভাণ্ডারকর ও আশুতোষ গোয়ারিকর। এর মধ্যেই পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য ডিনার পার্টি রেখেছেন প্রিয়ঙ্কা। জুহুতে তাঁর নতুন তৈরি বাংলোয় হবে ওই পার্টি। ছুটি কাটিয়ে তিনি ফিরে যাবেন ইউরোপ, ‘বেওয়াচ’ টিমের সঙ্গে ছবির প্রমোশনাল ট্যুরে যোগ দিতে।