নয়াদিল্লি: তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে, তবে তিনি ব্যস্ত হলিউডে নিজের জমি শক্ত করতে। নতুন ছবি  ‘দ্যা ম্যাট্রিক্স রেসারেকশনস’,কেনিউ রিভিজ় সিরিজ়ের চতুর্থ ছবিতে অভিনয় করেছেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় তাঁর লুক শেয়ার করে নিলেন 'পিগি চপস'। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। তবে কমেন্ট বক্সে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতেও ছাড়েননি কেউ।



ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে প্রিয়ঙ্কার পরণে আঁটোসাটো পোশাক, টেনে বাঁধা চুল। ছবি শেয়ার করে প্রিয়ঙ্কা লিখেছেন, 'ও এখানে'। এরপর তিনি উল্লেখ করে দেন ছবির নাম।


তিনি সকলের পছন্দের পিগি চপস। তিনি ডনের 'জংলি বিল্লি'। তিনি বলিউডের 'দেশি গার্ল' । তিনি যা করেন তাই নিয়ে মুগ্ধ বলি থেকে হলি। কিন্তু সম্প্রতি সকলের নজরে নিকের সঙ্গে তাঁর ম্যারিটাল স্টেটাস। প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর নাম থাকত প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। কিন্তু তিনি হঠাৎই নাম বদলে ফেলেছেন। প্রিয়ঙ্কা চোপড়া জোনাস থেকে শুধু প্রিয়ঙ্কা চোপড়া রেখেছেন ! আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে নেটদুনিয়ায়। তাহলে কি নিক জোনাসের সঙ্গে সম্পর্কে ফাটল? তাহলে কি বিবাহবিচ্ছেদের ইঙ্গিত?  যদিও প্রিয়ঙ্কা চোপড়া কিংবা নিক জোনাসকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি ! তবে সেই জল্পনা বেশ কিছুটা ফিকে করে দিল নিকের শারীরিক কসরতের ভিডিওতে প্রিয়ঙ্কার কমেন্ট । 

নিক জোনাস সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে তার বাইসেপ দেখিয়ে কসরত করতে দেখা যাচ্ছে। নিকের  Monday motivation   ভিডিওটিতে দেখা যাচ্ছে তাঁর নজরকাড়া আকর্ষণীয় চেহারা। অভিনেতা-গায়ক নিক তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ভিডিওটিতে রিঅ্যাক্ট করেছেন। ইন্টারনেটে এই দম্পতির বিচ্ছেদের সমস্ত গুজবের মধ্যেই, নিকের ভিডিওতে  প্রিয়ঙ্কার মন্তব্য নজর কাড়ছে।  'জি লে জারা' অভিনেত্রী কমেন্ট করেন, "Damn! I just died in your arms" 


ঠিক কী চলছে নিক-প্রিয়ঙ্কার মধ্যে? তার উত্তর দেবে সময়। আপাতত প্রিয়ঙ্কার নয়া লুক ভাইরাল নেটদুনিয়ায়।