কলকাতা: নতুন ছবিতে অভিনেত্রী প্রিয়ঙ্কা দত্ত (Priyanka Dutta) ও অভিনেতা ওম সাহানি (Om Sahani)। আসছে নতুন ছবি 'বৃত্ত রহস্য'। এই ছবির হাত ধরেই বড় পর্দার জগতে পা রাখছেন নতুন এক পরিচালক। তাপসী রায়। এই ছবির গল্প লিখেছেন প্রবাসী বাঙালি আলেক্ষ্য তলাপাত্র। এর আগে অবশ্য একাধিক বিজ্ঞাপনী, স্বল্পদৈর্ঘ্যের ছবি বা মিউজিক ভিডিও করে হাত পাকিয়েছেন তাপসী। তবে এই প্রথম বড়পর্দার কাজে হাত দিতে চলেছেন তিনি। অন্যদিকে প্রিয়ঙ্কা ও ওম ছাড়াও এই ছবিতে রয়েছেন অলিভিয়া সরকার, শাশ্বতী গুহঠাকুরতা, দেবলীনা দত্ত ও লাবণী সরকার।



Bengali New Film: বৃত্ত রহস্যের সমাধানে প্রিয়ঙ্কা সরকার, সঙ্গী হবেন ওম, দেবলীনা, লাবণী


এই ছবি শুধুমাত্র একটা ফিকশন নয়, আমাদের চিন্তাভাবনাকে নতুন জগতে নিয়ে যাবে এই ছবি, এমনটাই আশা পরিচালকের। গোটা ছবির অধিকাংশ অংশেরই শ্যুটিং হবে উত্তরবঙ্গে। বৃত্ত আসলে সময়ের প্রতীক, যা কখনও শেষ হয় না। বারে বারে, বিভিন্ন অভিজ্ঞতা বা বিভিন্ন স্মৃতির মতোই ফিরে ফিরে আসে সময়। সেই কারণেই এই ছবি তুলে ধরেছে এমন একটা পরিস্থিতিতে, যেখানে বারে বারে ফিরে আসে প্রত্যেকটা পরিস্থিতি। ছবিতে বেশ কিছু স্পেশাল এফেক্টের ব্যবহার রয়েছে। বাস্তবতার সীমা ছাড়িয়ে নতুন এক অভিজ্ঞতার সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এই ছবি জুড়ে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির লুকসেট -এর ছবি। এবিপি আনন্দ লাইভ প্রথমবার প্রকাশ্যে আনল এই ছবির লুকসেটের ছবিগুলি। এক মাথা এলোমেলো চুল, চোখে বিভ্রান্তি.. প্রিয়ঙ্কা সরকারের লুক চোখে পড়ার মতো। নজর কেড়েছে দেবলীনা ও লাবণী লুকও। খুব তাড়াতাড়িই শ্যুটিং শুরু হবে এই ছবির।




অন্যদিকে, আরও এক নতুন ছবি নিয়ে আসতে চলেছেন প্রিয়ঙ্কা সরকার। এই প্রথম সার্ভাইভাল থ্রিলারে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে প্রিয়াঙ্কা সরকারকে। ছবির নাম ‘চিচিং ফাঁক’। ছবিতে প্রিয়াঙ্কার পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনেতা দীপক দাস। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিত সাহা ও নিমাই বসু। অরিজিৎ সরকার পরিচালিত এই ছবির প্রযোজক কনফিউজড পিকচার্স । ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন জয়দীপ দে, সঙ্গীত পরিচালনায় আরব। সার্ভাইভাল থ্রিলার! কেন এই ধরণের চরিত্র বাছলেন প্রিয়ঙ্কা? অভিনেত্রী বলছেন, 'গল্পটা যখন প্রথম শুনি অরিজিতের থেকে তখন থেকেই আমি নিশ্চিত ছিলাম এই চরিত্র করব। এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা। সার্ভাইভাল থ্রিলার-এ আমার কাজ প্রথমবার তো বটেই। আর এই ঘরানার ছবি দেখতে আমি খুব পছন্দ করি। তাছাড়া এমন কাজ সচরাচর খুব একটা হয় না। কোনও অভিনেতার জীবনে এরকম কাজের সুযোগ হয়তো একেবারেই আসে। বা তাও হয়তো আসে না। তাই এই সুযোগ হারাতে চাইনি । পুরো গল্পটার মধ্যে সাসপেন্স আর মজার এত সুন্দর সমীকরণ রয়েছে যে চরিত্রটা খুব আকর্ষণীয় লেগেছিল। অরিজিৎ নতুনদের মধ্যে  ভীষণ প্রতিভাবান একজন। ওর সঙ্গে এবং ওর পুরো ইউনিটের সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো। ওকে আমি অনেকদিন চিনি, কনফিউজড পিকচার্স এর কাজও দেখেছি। ওরাও এবার নতুন নতুন বিষয় নিয়ে কাজ করেছে । আশা করি কাজটা সকলের ভাল লাগবে'


আরও পড়ুন: Vikram-Swastika: কলকাতা নয়, এবার দুর্গাপুরে খুনের রহস্য সমাধান করবেন বিক্রম-স্বস্তিকা