কলকাতা: তাঁর কনটেন্ট এক্কেবারে ঘরকন্নার গল্প বলে। তাঁর ক্যালিফোর্নিয়ার সংসারে রোজনামচাকে সমাজমাধ্যমে তুলে ধরেই, তিনি এখন সকলের প্রিয়। 'মহুয়াদি'। এই নামটির সঙ্গে বর্তমানে বেশ পরিচিত সোশ্যাল মিডিয়া। মহুয়ার পেজ 'প্রবাসে ঘরকন্না'-এখন বেশ জনপ্রিয় সমাজমাধ্যমে। কোনও মজাদার বিষয় নয়, সমালোচনা নয়.. কেবল তাঁর আমেরিকার ক্যালিফোর্নিয়ার সংসারের রোজনামচাকে ভ্লগ আকারে তিনি শেয়ার করে শুরু করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেখান থেকেই তাঁর খ্যাতি এখন ছড়িয়েছে বিদেশ থেকে দেশেও। আর সেই 'দিদি'-ই এবার 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One) লেখতে। 


রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)-র সঞ্চালনায় এই শো এমনিতেই বেশ জনপ্রিয়। মূলত মেয়েরাই অতিথি হয়ে আসেন এই শো-তে। আর সেমিফাইনাল পর্বে ডাক পেয়েছেন মহুয়া। জনপ্রিয় এই ইউটিউবার ভ্লগারের বাসস্থান ক্যালিফোর্নিয়াতে। সদ্য ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে দেশে ফিরেছেন তিনি। মেদিনীপুরে তাঁর বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি হালিশহরে। আর সেই অনুষ্ঠান উপলক্ষ্যে দেশে এসেই এবার দিদির মঞ্চে আরেক দিদি। 


 সদ্য প্রকাশ্যে এসেছে এই এপিসোডের প্রোমো। মহুয়ার অনুরাগীদের সংখ্যা সোশ্যাল মিডিয়ায় নেহাৎ কম নয়। ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৮ লক্ষ। ফেসবুকে তাঁর ফলোয়ারর্স সংখ্যা ১৩ লক্ষেরও বেশি। স্বামী মানিক আর দুই ছেলে-মেয়ে মেহা ও রামাকে নিয়ে মহুয়ার ক্যালিফোর্নিয়ার সংসার। রান্নাবান্না থেকে শুরু করে দুই ছেলেমেয়ের জীবনধারার বিভিন্ন খুঁটিনাটি, স্কুল, আমেরিকার বিভিন্ন নিয়ম কানুন , আচার সবই মহুয়া নিজের মতো করেই তুলে ধরেন ভ্লগে। মোবাইলেই এডিট করে নেন ভ্লগ। তাঁর ভ্লগের সারল্য, দেশি কথার টানই যেন তাঁর ইউএসপি। সোশ্যাল মিডিয়ায় মহুয়ার ভ্লহ খুললেই শুধু ভাল মন্তব্যের সমাহার। এহেন দিদিকে, 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে দেখে অনেকেই উচ্ছসিত।


এদিন মহুয়াকে দেখা গেল দিদি নম্বর ওয়ানের মঞ্চে তিনি এসেছেন একটি বেগুনি বেনারসি পরে। সদ্য মহুয়ার ভ্লগে তাঁকে দেখা গিয়েছিল এই বেনারসিটিই কিনতে। ভাইয়ের বউভাতে পরার জন্য এই শাড়িটি তাঁকে কিনে দিয়েছিলেন তাঁর ভাই।


 






আরও পড়ুন: Rukmini Birthday: রুক্মিণীর জন্মদিন উদযাপনে সামিল দেব, সৌরভ, বাবুল.. প্রকাশ্যে পার্টির অন্দরের ছবি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।