কলকাতা: তাঁর ভ্লগে উঠে আসে ঘরকন্নার গল্প.. বিদেশে এক বাঙালি পরিবারের জীবনযাপনের গল্প। আর রোজকার সেই রান্না, ছেলেমেয়েদের স্কুলে দিতে যাওয়া, চাল-ডাল কেনা, বাড়ি পরিষ্কার করার মতো স্বাভাবিক সাবলীল বিষয় নিয়েই ভ্লগ বানাতে শুরু করেছিলেন তিনি। আর সেই চ্যানেলেরই এখন কয়েক লক্ষ ফলোয়ার্স!  প্রবাসে ঘরকন্না (Probase Ghorkonna) বর্তমানে ইউটিউব, ফেসবুকে বেশ জনপ্রিয় ভ্লগ। আর তার আড়ালে থাকা 'মহুয়াদি'-কে চিনে গিয়েছেন অনেকেই। কিন্তু কেন তিনি শুরু করেছিলেন এই ভ্লগিং? রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)-র শো 'দিদি নম্বর ওয়ান'-এ এসে মহুয়া শোনালেন তাঁর ভ্লগ শুরু করার গল্প। 


মহুয়াদির কথায়, 'মেদিনীপুরের মিশন গার্লসের ছাত্রী আমি। আমি প্রথমে ভেবেছিলাম বিয়ে করব না। পরিবারে অনেকেই সেনাবাহিনীর চাকরির সঙ্গে যুক্ত। তাই আমার ইচ্ছা ছিল বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেব। সেই মতো প্রস্তুতি নিচ্ছিলাম। অনেকগুলো সম্বন্ধই ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু মানিককে দেখে পছন্দ হয়েছিল। তখন মনে হল, একজন মেয়ের জীবনে সংসারটাও জরুরি। বিয়ে করলাম। তখন আমি একেবারেই ঘরকন্না সামলাই। ১০ বছর পরে মানিকের চাকরির জন্য ক্যালিফোর্ণিয়াতে গেলাম। তখন যখন কলকাতা আসতাম, দেখতাম প্রতিবেশীরা আমার খোঁজখবর নেওয়ার পরেই প্রশ্ন করছেন, 'হ্যাঁরে, ওখানে রোজ ভাত পাস'? 'পটল কত টাকা কিলো'? 'রোজ রুই-কাতলা মাছ পাস'? তখন আমার মনে হল, এই প্রশ্নগুলো বোধহয় অনেকেরই। আমি তো গুটিকয়েক মানুষজনকে এর উত্তর দিচ্ছি। কিন্তু অনেকেরই হয়তো এই প্রশ্ন থাকবে? তাদের কাছে যদি উত্তর পৌঁছে দেওয়া যায়? সেই থেকেই শুরু হয়েছিল ভ্লগ।'


রান্নাবান্না থেকে শুরু করে দুই ছেলেমেয়ের জীবনধারার বিভিন্ন খুঁটিনাটি, স্কুল, আমেরিকার বিভিন্ন নিয়ম কানুন , আচার সবই এই ইউটিউব ভ্লগার মহুয়া নিজের মতো করেই তুলে ধরেন ভ্লগে। মোবাইলেই নিজে এডিট করে নেন ভ্লগ। তাঁর ভ্লগের সারল্য, দেশি কথার টানই যেন তাঁর ইউএসপি। সোশ্যাল মিডিয়ায় মহুয়ার ভ্লহ খুললেই শুধু ভাল মন্তব্যের সমাহার। এহেন দিদিকে, 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে দেখে অনেকেই উচ্ছসিত।


 






আরও পড়ুন: Sonakshi Sinha: বিয়ের পরেই হাসপাতালে সোনাক্ষী, সঙ্গে জাহির... অভিনেত্রী কি অন্তঃসত্ত্বা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।