ব্রিজটাউন (বার্বাডোজ) : বিশ্বকাপ জিতে টি২০-র ফর্ম্যাট থেকে পরপর অবসর ঘোষণা দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মার। একদিকে বিশ্বকাপ জয়, অন্যদিকে টি২০-র ফর্ম্যাটকে বিদায়...দুই কিংবদন্তির অগুণিত ভক্তের কাছে মিশ্র অনুভূতি। আনন্দ ও বিষাদের। এই পরিস্থিতিতে মেন ইন ব্লুর অন্যতম সদস্য হার্দিক পাণ্ড্য বলছেন, রোহিত-বিরাটকে টিম ইন্ডিয়া এটাই 'সেরা বিদায়' জানিয়েছে। 


টি২০-তে ১৫৯ ম্যাচে ৪২৩১ রান করেছেন রোহিত শর্মা। যা এই ফর্ম্যাটে সর্বাধিক রান। এর পাশাপাশি সর্বাধিক শতরানের রেকর্ডও তাঁর ঝুলিতে। ৫টি। দু'টি টি২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও তিনি। ২০০৭ সালে টি২০তে প্রথম বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তিনি। আর এবার তো অধিনায়ক। 


ম্যাচ শেষে সাংবাদিকদের পাণ্ড্য বলেন, "২০২৬-এ পৌঁছতে অনেক সময় বাকি। রোহিত ও বিরাট দুই জনের জন্যই আমরা খুব খুশি। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি এর যোগ্য। এতগুলো বছর ওঁদের সঙ্গে খেলার অভিজ্ঞতটা দারুণ। আমরা ওঁদের মিস করব। কিন্তু, ওঁদের আমরা সবথেকে ভালভাবে ফেয়ারওয়েল জানাতে পেরেছি।"


টি২০ বিশ্বকাপ জয়ের পর, টি২০ ক্রিকেটে রান সংগ্রহের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তাঁর ঝুলিতে রয়েছে ৪,১৮৮ রান। তবে, টি২০ বিশ্বকাপে সর্বাধিক রান তাঁরই। ১২৯২। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ের পরপরই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিয়েছেন কোহলি


ঠিক কয়েক মিনিটের ব্যবধান। বিরাটের পথে হেঁটেই বিশ্বজয়ের পরেই কুড়ি ওভারের ফর্ম্যাটকে বিদায় জানান সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। 'এটাই আমারও শেষ ম্যাচ ছিল', বিশ্বজয়ের পরেই সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন রোহিত শর্মা। রোহিত আরও বলেন, "আমি যখন ভেতর থেকে মনে করি যে এটা ঠিক, তখনই আমি সেটা করার চেষ্টা করি এবং করিও। দলকে নেতৃত্ব দেওয়ার সময়ও সেটাই আমার স্বভাব। আমি যেটা ভেতর থেকে অনুভব করি সেটাই করতে চাই। অতীত ও ভবিষ্যই নিয়ে বেশি ভাবি না। আমি ভাবতে পারিনি যে, টি২০ থেকে অবসর নেব। কিন্তু, সেরকম পরিস্থিতি এসেছে এবং আমার মনে হয় এটাই নিখুঁত সময়। বিশ্বকাপ জিতে বিদায় জানানোর থেকে ভাল আর কিছু হতে পারে না।" এরপরেই মহতারকাকে করতালির মাধ্যমে গোটা মিডিয়ারুম বাহবা জানায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।