কলকাতা: কেবল সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অভিনেতা অভিনেত্রীদের লুক। ঢালাও চমক রয়েছে সেখানে। শ্যুটিং শুরুর আগে পুরীর মন্দিরে নতুন ছবির চিত্রনাট্য নিয়ে হাজির প্রযোজক রানা সরকার। যোগ দেবেন পরিচালক শ্রীজাত ও সঙ্গীত পরিচালক জয় সরকারও। আগামী ২৫ সেপ্টেম্বর থেকেই ফ্লোরে নামছে টিম 'মানবজমিন'। রেইকি করা শেষ। চূড়ান্ত হয়ে গিয়েছে শ্যুটিং স্পটও।


পরিচালনায় হাত দিয়েছেন লেখক শ্রীজাত। তাঁর নতুন ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় সহ একঝাঁক নামজাদা অভিনেত্রী অভিনেত্রী। ছবি প্রযোজনার গুরুদায়িত্ব সামলাচ্ছেন রানা সরকার। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের লুক। ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করছেন সৃজিত মুখোপাধ্যায়ও।


শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লুক প্রকাশের পোস্টে কমেন্ট করেছেন ছবির প্রযোজক রানা সরকার নিজেই। পরিচালকের উদ্দেশে তাঁর প্রশ্ন, 'সৃজিতের লুক দেবে না?' তাঁর প্রশ্নে অবশ্য মজা করে পরিচালক লিখেছেন 'ওটা লুক্কায়িত'। 




 



পরিচালক হিসাবে এটা প্রথম কাজ শ্রীজাতর। এবিপি লাইভকে লেখক এর আগেই বলেছিলেন, 'পড়াশোনা ও আগের কাজের সূত্রে রুপোলি পর্দার জগৎটা কিছুটা হলেও আমার চেনা। তবে দিন দিন প্রযুক্তি বদলাচ্ছে, আরও উন্নতি হচ্ছে। তবে একজন পরিচালকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবি নিয়ে নিজের মনে স্পষ্ট একটা ধারণা থাকা। আমি কী চাইছি সেটা যদি আমার মনে স্পষ্ট ধারণা থাকে তাহলে আমি দর্শকের সামনে সেটা সঠিকভাবে তুলে ধরতে পারব।' 'মানবজমিন' -এর শ্যুটিং-এর সিংহভাগই হচ্ছে কলকাতায়।


'মানবজমিন' নিয়ে আশাবাদী প্রযোজক রানা সরকারও। এবিপি লাইভকে তিনি বলছেন, 'আমার যে ক'টা ছবির কাজ চলছে প্রত্যেকটাই একটা আরেকটার থেকে ভীষণ আলাদা। দর্শকদের সামনে নতুন আর আকষর্ণীয় বিষয় না তুলে ধরতে পারলে তাঁরা হলমুখী হবেন কেন?' মানবজমিন সহ অন্যান্য সমস্ত ছবিই হলে মুক্তি পাবে বলেও জানান তিনি।