কলকাতা: রাজ্য সরকারের কাছে এক আর্তি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। তাঁর দাবি, দেব (Dev) অভিনীত এই পুজোয় মুক্তিপ্রাপ্ত 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবিটিকে করমুক্ত (Tax Free) ঘোষণা করা হোক। বিজয়ার শুভেচ্ছা জানিয়ে এই প্রস্তাবই রাখলেন তিনি, সোশ্যাল মিডিয়ায়।
'বাঘা যতীন' সিনেমাকে ট্যাক্স ফ্রি করার আর্জি রানার
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রায়ই একাধিক পোস্ট করে থাকেন রানা সরকার। সেখানে কখনও কোনও তারকা বা অভিনেতা বা সংস্থার মন খুলে প্রশংসা করেন। কখনও আবার ইন্ডাস্ট্রির কারও কোনও কাজে বিরক্ত হলে, তাঁর সমালোচনাও করেন সরাসরি। মনে যা, মুখে তাই। কোনও রাখঢাক কখনওই বিশেষ রাখেননি প্রযোজক। তবে বুধবার রাজ্য সরকারের কাছে এক আর্জি নিয়ে হাজির হলেন তিনি।
বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। বিজয়ার শুভেচ্ছা জানিয়ে পোস্টের শুরুতেই তিনি লেখেন, 'বাঘা যতীন সিনেমাটিকে ট্যাক্স ফ্রি করা হোক।' একইসঙ্গে তিনি লিখে চলেন, 'দেব অভিনীত 'বাঘা যতীন' সিনেমাটিতে বাংলার স্বাধীনতা সংগ্রামকে স্মরণ ও উদযাপন করা হয়েছে। বাঙালি হিসেবে আমি গর্বিত বাঘা যতীন নিয়ে সিনেমা তৈরি হওয়াতে।'
এখানেই থামেননি তিনি। প্রযোজক রানা সরকার তাঁর পোস্টে আরও লেখেন, 'অন্যান্য রাজ্যে এমনকী প্রপাগান্ডা সিনেমাকেও ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়। রাজ্য সরকারকে অনুরোধ বাঙালির স্বাধীনতা সংগ্রামকে যাতে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায় তাই এটিকে ট্যাক্স ফ্রি করা হোক। ধন্যবাদ, শুভ বিজয়া।' তাঁর পোস্টে একাধিক অনুরাগীর সমর্থনও চোখে পড়ার মতো। অনেকেরই মতে রানা সরকারের এই মত একেবারে সঠিক।
১৯ অক্টোবর, পঞ্চমীর দিন প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেবের ছবি 'বাঘা যতীন'। অরুণ রায় পরিচালিত এই ছবি নিয়ে উচ্চাশা তৈরি হয়েছিল আগেই। পরিচালক এমনিতেই এর আগে একাধিক ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি তৈরি করে নাম করেছেন, এবার তাঁর ছবির মুখ্য চরিত্রে দেব। ফলে আশা ছিল দ্বিগুণ।
আরও পড়ুন: Rajinikanth-Amitabh Bachchan: ৩৩ বছর পর এক সেটে রজনীকান্ত-অমিতাভ, শুরু করলেন নতুন ছবির শ্যুটিং
স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি ফুটিয়ে তুলবেন বড়পর্দায়, কথা দিয়েছিলেন দেব। রাখেন সে কথা। আর তাঁর এই নতুন অবতার দেখতে প্রথম দিনেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন তাঁর অনুরাগীরা। মিছিল করে, ঢাকের তালে, প্রিয় অভিনেতার কাটআউটে মালা পরিয়ে চলে সেলিব্রেশন।
বিগত কয়েক বছরে দেব যে কটা ছবি করেছেন তাতে নিয়ম ভেঙেছেন বারবার। ছকে বাঁধা মশলা ছবিই কেবল নয়, নানা ধরনের বিষয় নিয়ে ছবি করেছেন। কখনও বাবা-ছেলের সম্পর্ককে তুলে ধরেছেন পর্দায়, তো কখনও হাজির হয়েছে ব্যোমকেশ রূপে, আবার কখনও তালে তাল মিলিয়ে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে এবার তাঁকে দেখা গেল এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে। দর্শকও এই ছবি বেশ পছন্দ করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন