কলকাতা: ৯ বছরের অপেক্ষার পরে, অবশেষে প্রকাশ্যে এল 'ধূমকেতু' (Dhumketu)-র প্রথম ঝলক। একটা সময়ে দেব শুভশ্রীর জুটি ছিল টলিউডের একেবারে প্রথম সারির। একটা প্রজন্ম তাঁদের একসঙ্গে দেখেই বড় হয়ে উঠেছে। তবে দীর্ঘদিন আর বড়পর্দায় একসঙ্গে দেখা যায় না তাঁদের। তবে ৯ বছর পরে বড়পর্দায় একসঙ্গে ফিরছেন তাঁরা। যদিও এই সিনেমার কাজ শেষ হয়ে গিয়েছিল দীর্ঘদিন আগে। বিভিন্ন জটে সিনেমাটি এতদিন আটকে ছিল। অবশেষে ১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। ইউটিউবে ইতিমধ্যেই ট্রেন্ডিং 'ধূমকেতু'-র টিজার। কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত এই সিনেমা নিয়ে আশাবাদী প্রযোজক রানা সরকার (Rana Sarkar)-ও। 

এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রানা সরকার বললেন, 'ছবিটা দেখার জন্য মানুষ দীর্ঘদিন থেকেই আমাদের বলেছেন। কখনও ভালভাবে বলেছেন, কখনও খারাপভাবে বলেছেন, ট্রোল করেছেন। এবার আমরা আমাদের কাজ করে দিয়েছি। ছবিটা মুক্তি পাচ্ছে, বাকিটা দর্শকদের হাতে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ছবি, ফলে সিনেমাটা যে ভাল হবে, সেটা নিয়ে কোনও প্রশ্নই থাকে না। সঙ্গে রয়েছে দেব শুভশ্রীর রসায়নকে দীর্ঘদিন পরে পর্দায় দেখতে পাওয়ার বাড়তি আকর্ষণ। অনুপম রায় থেকে শুরু করে অরিজিৎ সিংহ (Arijit Singh), শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)-এর গান রয়েছে। সিনেমার শ্যুটিং হয়েছে সিমলা, মানালি ও কলকাতা জুড়ে। আমি যখন এই সিনেমাটা করেছিলাম, কোথাও কোনও কার্পণ্য করিনি। একটা বাংলা ছবিতে ভাল করার জন্য যা যা শ্রম, সবই দিয়েছি। এবার সবটাই দর্শকদের হাতে।'

৯ বছর আগের একটা ছবি, এখন কতটা প্রাসঙ্গিক? দর্শক সেই ছবি দেখতে হলমুখী হবেন কেন? রানা বলছেন, 'যাঁরা একটা সময়ে দেব শুভশ্রী জুটির ছবি দেখে বড় হয়ে উঠেছেন, তাঁদের এখন বয়স বেড়েছে। তাঁরা পুরনো নস্ট্যালজিয়াকে চেখে দেখতে হলমুখী হবেন বলেই আমার বিশ্বাস। আর যাঁরা এখন তরুণ, তাঁরাও একবার দেব শুভশ্রীর রসায়ন পর্দায় দেখার সুযোগ পাবেন। আমার হিসেব বলছেন, ছবিটার ৩ গুণ দর্শক হওয়া উচিত। এতদিন অপেক্ষা করেছেন মানুষ, এতে ছবিটারই ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। সিনেমাটা এখনও একইরকমভাবে প্রাসঙ্গিক। যতজন ছবিটা দেখতে চেয়েছেন এতদিন ধরে, ততজন মানুষ প্রেক্ষাগৃহে এলেই হবে।'

ফের দেব শুভশ্রীর সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে রানার? প্রযোজক বলছেন, 'ধূমকেতু যদি হিট হয়, আমরা বুঝব, এখনও দর্শকদের মধ্যে দেব শুভশ্রীকে একসঙ্গে দেখার চাহিদা রয়েছে। আমরা ফের ওদের সিনেমা করতে বলতে পারব একসঙ্গে। শুভশ্রী তো ইতিমধ্যেই আমার সঙ্গে সিনেমা করছে। 'লহ গৌরাঙ্গের নাম রে'। তবে দেবের কাছে প্রশ্ন থাকবে, ও কি আবার আমার সঙ্গে ছবি করতে চায়? যদি ওরা দুজনেই চায়, ফের দেব শুভশ্রীকে নিয়ে সিনেমা হবে।'