কলকাতা: 'ছোটবেলার সরস্বতী পুজো বলতেই মনে পড়ে বাড়ির পুজো, হলুদ শাড়ি পরা ছোট থেকে বড় মেয়ের দল, তিনদিনের প্রেম আর অনেকটা ভালোলাগা...তবে হ্যাঁ, সেই প্রেম আমার সঙ্গে হয়েছে এমনটা নয়, বন্ধুদের হত...' বলেই হেসে ফেললেন বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নতুন ছবি মুক্তির ঠিক আগের সন্ধেয় এবিপি লাইভের সঙ্গে আড্ডা জমিয়েছিলেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'।
'কাকাবাবুর প্রত্যাবর্তন' নিয়ে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কাচ ঘেরা ঘরের শ্যাওলা রঙের সোফায় গা এলিয়ে শোনাচ্ছিলেন কিনিয়া, দক্ষিণ আফ্রিকা আর মাসাইমারায় শ্যুটিংয়ের গায়ে কাঁটা দেওয়ার মত সব অভিজ্ঞতার কথা। রাত পোহালেই সরস্বতী পুজো। বসন্তের ছোঁয়া লাগা এই পুজোর সঙ্গে সবারই যেন জড়িয়ে থাকে এক রাশ ছেলেবেলা। কেমন ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলেবেলার পুজো? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বললেন, 'ছোটবেলার সরস্বতী পুজো (Sarsowati Puja) মানেই আমাদের কাছে ভ্যালেন্টাইনস ডে। আর মনে পড়ে বাড়ির পুজো..হলুদ শাড়ি পরা ছোট থেকে বড় মেয়ের দল, তিনদিনের প্রেম আর অনেকটা ভালোলাগা...তবে হ্যাঁ, সেই প্রেম আমার সঙ্গে হয়েছে এমনটা নয়, বন্ধুদের হতে পারে...।'
বাড়ির পুজো না স্কুলের পুজো, কোথায় বেশী সময় কাটাতেন অভিনেতা? প্রসেনজিৎ বলছেন, 'আগে বাড়ির পুজো হয়ে যেত, তারপর স্কুলে যাওয়া। স্কুলে পুজো শেষ হয়ে যাওয়ার পর প্রতিবার একটা করে নাটক হত। সব মিলিয়ে দারুণ মজার একটা ব্যাপার। এখন সরস্বতী পুজোকে ভ্যালেন্টাইনস ডে ভাবা হলেও বর্তমান প্রজন্ম অনেকেই ১৪ ফেব্রুয়ারিই ভ্যালেন্টাইনস ডে পালন করে। আমাদের কাছে ভ্যালেন্টাইনস ডে বলতে ছিল ওই সরস্বতী পুজোই।
আজ মুক্তি পেল কাকাবাবু ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyaborton)। সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) লেখা 'জঙ্গলের মধ্যে একটি হোটেল' -এর গল্প অবলম্বনে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-কে বুনেছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ছবির শ্যুটিংয়ের বেশিরভাগই হয়েছে কিনিয়া ও দক্ষিণ আফ্রিকায়। শ্যুটিংয়ে বেশিরভাগ জায়গাতেই বন্য জন্তুদের ব্যবহার করা হয়েছে। হাতি, গণ্ডার, চিতাদের 'সহকর্মী' হয়ে শ্যুটিংয়ের গল্প শোনালেন পর্দার 'কাকাবাবু'।