কলকাতা: তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে। কাজেই তাঁর অভিজ্ঞতার ঝুলিটিও সব দিক থেকেই বেশ ভারি। বর্তমানে মুম্বই ও বাংলা দুই জায়গা মিলিয়েই কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কিন্তু দীর্ঘ এই কেরিয়ারে কখনও কি কোনও ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি? এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে সেই গল্প শুনিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
একসময়ে মামার বাড়িতে থাকতেন প্রসেনজিৎ, দমদমে। সেখানেই নাকি প্রচুর ভূতের গল্প শুনেছে প্রসেনজিৎ। অনেকেই নাকি বলতেন, ওই বাড়িতে ভূত আছে। ছোটবেলায় ভয় পেতেন 'বুম্বাদা'। তবে নিজের কখনও কোনও ভৌতিক অভিজ্ঞতা হয়নি তাঁর মামার বাড়িতে। প্রসেনজিৎ বলছেন, 'একসময় কাজের জন্য ইন্দ্রপুরী স্টুডিওতে প্রায়ই রাতে থেকেছি। সবাই একটা বিশেষ ঘরের কথা বলত। সেই ঘর থেকে নাকি মেয়েদের শাড়ির আওয়াজ শোনা যায়, ঘুঙুর বাজে, পাওয়া যায় হাসির আওয়াজও। তখন এই ইন্দ্রপুরী ছিল না। একেবারে অন্যরকম ইন্দ্রপুরী। অনেক রাত্রে মেকআপ রুমে শুয়েছি আমি। এমন আওয়াজ আমিও অনুভব করেছি।'
প্রসঙ্গত, আপাতত 'খাকি'-র শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ও হিন্দি মিলিয়ে খুব বড় কাস্টিং নিয়েই চলছে এই ছবির শ্যুটিং। প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও জিৎ। এছাড়াও একাধিক নতুন ছবির কাজ হাতে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।
অন্যদিকে, সদ্য 'বহুরূপী' দেখতে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে তিনি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ভীষণ প্রশংসা করেছেন। তাঁকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন প্রসেনজিৎ। প্রসেনজিতের কথায়, 'এত বড় স্কেলের ছবি খুব মিস করে। বহুরূপী বেশ বড় স্কেলের ছবি, আর সেই মশলাটাও রয়েছে। হলে বসে আমি চিৎকার করছি, হাততালি দিচ্ছি.. দুর্দান্ত।' এমনকি শিমুল পলাশ গানের স্টেপও নেচে দেখান প্রসেনজিৎ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে