Prosenjit Chatterjee: শ্যুটিং নিয়ে বেহিসেবি ঋতুপর্ণা! ফাঁস করলেন প্রসেনজিৎ

Rituparna Sengupta: ঋতুপর্ণা শ্যুটিং নিয়ে নানারকম টালবাহানা করতেন। এমনকী, পাঁচ পরিচালককে একই ডেট দিয়ে রেখেছেন, এমন ঘটনাও দেখা গিয়েছে। সেই কাহিনি শুনিয়েছেন প্রসেনজিৎ স্বয়ং।

Continues below advertisement

কলকাতা: তাঁদের জুটি এখন টলিউডের অন্যতম হিট জুটি হিসেবেই ভালবাসা পায়, মনজয় করে নেয় মানুষের। দীর্ঘ বিরতির পরে (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ফের একসঙ্গে চুটিয়ে কাজ করছেন টলিউডে।  সম্প্রতি বড়পর্দায় নিজেদের ৫০তম জুটিটি বেঁধেছেন দুজনে। আগের ছবিগুলিতেও দেখা গিয়েছে সেই রসায়ন, যাতে ভর করে এক সময় একের পর এক ছবি সাফল্যের মুখ দেখত।

Continues below advertisement

ঋতুপর্ণা যদিও শ্যুটিং নিয়ে নানারকম টালবাহানা করতেন। এমনকী, পাঁচ পরিচালককে একই ডেট দিয়ে রেখেছেন, এমন ঘটনাও দেখা গিয়েছে। সেই কাহিনি শুনিয়েছেন প্রসেনজিৎ স্বয়ং।

একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ে এসেছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা – দুজনই। সেখানে প্রসেনজিৎ বলেন, ‘ঋতু আর আমি তখন প্রচুর ছবিতে কাজ করছি। কারও ছবি একদিন, কারও দুদিন, কারও পাঁচদিন কাজ বাকি আছে। আমি টেকনিশিয়ান স্টুডিও এক বা দুইয়ে বসে আছি। একজন পরিচালক এলেন। সুজিত গুহ। হলুদ শার্ট, হাতে ব্যাগ। আমাকে তুইতোকারি করতেন। আমার অমর সঙ্গীর পরিচালক। এসে বললেন, ‘এই শোন না, আমাদের তিনদিনের শ্যুটিং বাকি আছে। জুনের ৯-১৪, ঋতু এই ডেটটা দিয়ে দিয়েছে। তুই ম্যানেজ কর। তাহলে সিনেমাটা হয়ে যাবে। বিকেলের দিকে আয় একবার।’

প্রসেনজিৎ বলছেন, ‘দুপুরের দিকে অনুপ সেনগুপ্ত এলেন। সাদা জামা, সাদা প্যান্ট, সাদা জুতো। এসে বললেন, এই শোন বুম্বা। দুদিন হলে ওই গানের শ্যুটিংটা শেষ হয়ে যাবে। তাহলে আমি সেন্সরে চলে যেতে পারি। ওই ৯-১৪ জুন ডেট দিয়েছে ঋতু। তুই একটু অ্যাডজাস্ট করে ডেটটা দিয়ে দে। তাহলে আমি কাজটা শেষ করে দিতে পারব।’

তবে এখানেই শেষ নয়, ঋতুপর্ণার খামখেয়ালিপনার আরও উদাহরণ দিয়েছেন প্রসেনজিৎ। সেদিনেরই আরও ঘটনার কাহিনি শুনিয়েছেন। বলেছেন, ‘নারায়ণদা বলে বাংলাদেশের খুব বিখ্যাত ও সিনিয়র এক পরিচালক ছিলেন। উনি আমাকে সাহেব বলে ডাকতেন। বিকেলের দিকে এলেন। সাদা ধুতি-পাঞ্জাবি। খুব সিনিয়র ব্যক্তি। আমি বললাম, হ্যাঁ নারায়ণদা, বসুন। উনি বললেন, মেমসাহেব তো আমাকে ডেট দিয়ে দিয়েছে। তাহলে আমার যে তিন-চারদিনের কাজটা বাকি আছে করে ফেলি। আপনি যদি অ্যাডজাস্ট করে নেন। আমি বললাম, কী ডেট দিয়েছে বলুন তো। বললেন, ওই তো জুন মাসের ৯-১৪।’

এরপর মজা করে প্রসেনজিৎ বলেন, ‘এখনও শেষ হয়নি। লাস্ট বাট নট লিস্ট, স্বপনদা। আমার সঙ্গে ততদিনে স্বপনদার ১১টা ছবি হয়ে গিয়েছে। এসে বললেন, শোন, আমাকে তো নায়িকা ডেট দিয়ে দিয়েছে। আমি বললাম, কী ডেট বলুন তো, জুনের ৯-১৪? অবাক হয়ে আমাকে বললেন, তুই কী করে জানলি? আমি বললাম, একটাই ডেট পাঁচজন পরিচালককে দিয়েছে। আমি কী করে অ্যাডজাস্ট করব!’ পাশে দাঁড়িয়ে তখন হাসিতে ফেটে পড়েছেন ঋতুপর্ণা। দর্শকাসনেও হাসির রোল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

Continues below advertisement
Sponsored Links by Taboola