কলকাতা: তাঁদের জুটির রসায়ন ভীষণ জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তায় ভর করেই তাঁরা নিয়ে আসছেন, জুটির ৫০-তম ছবি। 'অযোগ্য' (Ojoggyo)। সদ্য মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র নতুন ছবির ট্রেলার। পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। এছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে শিলাজিৎ মজুমদার (Silajit Majumder)।  


এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, এই ছবি নিয়ে মুখ খুলেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বলেছিলেন, 'আমার চোখে এই জুটি সেরা কি না জানি না, তবে দর্শকদের চোখে তো সেরা বটেই। এই ছবির জন্য আমাদের পোস্টারে দেওয়া হয়েছিল, 'অযোগ্য জুটির ৫০ তম ছবি।' আমরা যোগ্য না 'অযোগ্য' সেটা দর্শকই সিদ্ধান্ত নেবেন। তবে এটুকু বলতে পারি, কোনও জুটি ৫০তম ছবি অবধি গিয়েছে, এমন নজির খুব কম। হয়েছে কি না সেটাও জানি না। এটা আমাদের কাছে বিরাট পাওয়া। প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিকে ৫০তম ছবি অবধি নিয়ে যাওয়ার কৃতিত্ব দর্শকদেরই।'


এই ছবিতে স্বামী-স্ত্রী হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা আর শিলাজিৎকে। তবে তাঁদের সম্পর্ক কী সহজ, সরল সাধারণ নাকি সেই সম্পর্কে এতটাই ফাঁক রয়েছে যেখানে জায়গা করে নিতে পারে নতুন এক চরিত্র! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্র! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রটা ট্রেলারে দেখে কিছুটা ধূসর বলেই মনে হয়। প্রসেনজিতের মায়ের চরিত্রে রয়েছেন লিলি চক্রবর্তী। 


এই ছবির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এর আগে সুরিন্দর ফিল্মসের সঙ্গে, 'কাবেরী অন্তর্ধান', 'অর্ধাঙ্গিনী'-র মতো সম্পর্কের ছবি করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন কৌশিক। তাঁর ঝুলিতে হয়েছে একাধিক ভিন্ন স্বাদের ছবিও। আর তাই,  এই ছবি নিয়েও দর্শকদের প্রত্যাশা রয়েছে যথেষ্ট। এই ছবি একদিকে যেমন সম্পর্কের গল্প বলবে, তার মধ্যেই অন্য স্বাদ জিইয়ে রেখেছেন পরিচালক। ৭ জুন মুক্তি পাবে এই ছবি। 


 






আরও পড়ুন: Deepika-Ranveer Vote: খুব সাবধানে হেঁটে ভোটকেন্দ্রে এলেন অন্তঃসত্ত্বা দীপিকা, আগলে রাখলেন রণবীর, ভাইরাল ভিডিও


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।