কলকাতা: এই ছবিতে তাঁর লুক কেমন হবে, তা দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। এর আগে, যখন ছবির সমস্ত অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ্যে এসেছিল, তখন আড়ালেই ছিলেন তিনি। পরিচালক জানিয়েছিলেন, নিজের লুকে কিছুটা পরিবর্তন আনছেন, কিছুটা ওজন বাড়াচ্ছেন বলেই আপাতত প্রকাশ্যে আসছেন না তিনি। অবশেষে, ছবির দ্বিতীয় শিডিউল শুরু হওয়ার পরেই প্রকাশ্যে এলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 


'দেবী চৌধুরানী' (Devi Chowdhurani)-তে ভবানী পাঠকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর বিপরীতে, ছবির নামভূমিকায় থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। কলকাতা, পুরুলিয়া ও বোলপুরের বিভিন্ন অংশে হবে ছবির শ্যুটিং। প্রথমভাগের শ্যুটিং শেষ হয়ে, আপাতত বোলপুরে চলছে শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra) পরিচালিত এই ছবির শ্যুটিং। এই শিডিউল থেকেই, যোগ দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 


কোনও ফটোশ্যুট করে নয়, সোশ্যাল মিডিয়ায়, নিজের প্রোফাইল থেকে নিজের লুকটি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। সরাসরি নয়, আয়নায় দেখা যাচ্ছে তাঁর মুখ। সেখানে দেখা যাচ্ছে, লম্বা-কাঁচা পাকা দাড়িতে তাঁর মুখ ঢাকা। মাথায় বাঁধা লাল শালুর কাপড়, কিছুটা পাগড়ির মতো করেই। কপালে লম্বা করে কাটা সিঁদুরের তিলক। গায়ে গেরুয়া পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা। পাশেই দেখা যাচ্ছে পরিচালকের প্রতিবিম্ব। পরিচালক ও অভিনেতা দুজনেই ব্যস্ত কথোপকথনে। একে অপরের সঙ্গে যেন ছবির বিষয়েই কথা বলছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে নিয়ে প্রসেনজিৎ লিখেছেন, 'ভবানী পাঠকের মতো একটি একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে চলেছি। দেবী চৌধুরানীর শ্যুটিংয়ের প্রথম দিন।'


এরপরে, আজ সোশ্য়াল মিডিয়ায় আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। সেখানে অবশ্য তাঁর মেকআপ নেই। কালো টি-শার্ট, চোখে রোদচশমা ও মাথায় ব্যান্ডানা। এই ছবিটি শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, 'রবিবারের আগে, একটু ওয়ার্ম আপ'। 'দেবী চৌধুরানী'।


 






আরও পড়ুন: Top Social Post: পুলকিত-কৃতির বিয়ের ছবি প্রকাশ্যে, পোড়া দাগই 'অলঙ্কার' সারার, আজকের সোশ্যালে সেরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।