তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: দীর্ঘদিন ধরে রুপোলি পর্দায় নেই তিনি। মঞ্চে গানের শো করলেও, অভিনয় বা পরিচালনায়, কোথাও দেখা যাচ্ছে না তাঁকে! অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ইন্ডাস্ট্রিতে অলিখিত 'ব্যান' এই জনপ্রিয় অভিনেতা পরিচালক। গত বছর থেকে ফেডারেশনের সঙ্গে বিরোধে জড়িয়েছেন অনির্বাণ। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। কোনও ছবিতে অনির্বাণ অভিনয় করলে, শুটিংয়ে ফেডারেশনের টেকনিশিয়ান-সহ কেউই সে কাজে থাকবে না, এমনটাই বলা হয়েছে। পরিচালনাও নাকি করতে পারবেন না অনির্বাণ!
শুধু পরিচালনা বা অভিনয়ের কাজ নয়, অনির্বাণের গানের দল 'হুলিগানইজম'-এর কাজেও কোপ পড়েছে। 'হুলিগানইজম' শ্যুটিং বন্ধ করে দেওয়ার মতো ঘটনা যেমন ঘটেছে, তেমনই স্পষ্ট কারণ না দেখিয়ে বাতিল করে দেওয়া হয়েছে অনির্বাণদের শো! কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, 'হুলিগানইজম' থাকলে নাকি শো-এর অনুমতি পেতে সমস্যা হচ্ছে। এমতাবস্থায় যখন অনির্বাণ কার্যত ব্রাত্য হয়ে রয়েছেন ইন্ডাস্ট্রিতে, তখনই গতকাল একটি খবর ছড়িয়ে পড়ে। দেব (Dev)-এর পুজোর ছবিতে খলনায়কের ভূমিকায় নাকি দেখা যাবে অনির্বাণকে!
এই খবর ছড়িয়ে পড়ার পরেই নড়েচড়ে বসেছে টলিউড। স্ক্রিনিং কমিটিতের সিদ্ধান্তে এর আগে, 'নোটা'-তে ভোট দিয়েছিলেন দেব। সেই সময় থেকেই স্ক্রিনিং কমিটির সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। আর এবার, অনির্বাণকে ছবিতে নিয়ে কী নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন দেব? শুক্রবার অবশ্য সেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন দেব। তিনি জানিয়েছেন, এই খবর ভুয়ো। তবে পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, এই খবর সত্যি হলেও মন্দ হত না। তিনি মনেপ্রাণে চান, অনির্বাণ কাজে ফিরুক।
এই প্রসঙ্গে, কী মত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের? জানতে চেয়েছিল এবিপি লাইভ বাংলা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, 'অনির্বাণ দুর্দান্ত একজন অভিনেতা, ওর কাজ না করার তো কোনও কারণ নেই। ও ছবিতে ফিরলে, সেটা ভীষণ ভাল খবর।' অনির্বাণ দীর্ঘদিন রুপোলি পর্দার বাইরে, অলিখিত 'ব্যান'...প্রসেনজিৎ ফের বললেন, 'এই অলিখিত ব্যান কথাটা আমার ও শোনা। এটা ঠিক যে, একটা সমস্যা তো হয়েছিল। অনির্বাণ পরিচালক ও, সেটা ওর একটা আলাদা সত্ত্বা। তবে অভিনেতা হিসেবে অনির্বাণ, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অবশ্যই কাজ করবে। ওর মতো অভিনেতারা যদি কাজ না করে, পরবর্তী প্রজন্মের কাছে আমরা কী উত্তর দেব? আমার মনে হয়, এটা একটা ব্যক্তিগত সমস্যা। দেব যদি এই সমস্যা মিটিয়ে অনির্বাণকে কাজে ফেরাতে পারে, আমার মতো খুশি আর কেউ হবে না। আমি মনেপ্রাণে চাই সমস্যাটা মিটে যাক। অনির্বাণের মতো অভিনেতাকে ক্যামেরার সামনে সত্যিই মিস করছি।'