নয়াদিল্লি: পরিচালক মণি রত্নমের (Mani Ratnam) 'ম্যাগনাম ওপাস' ছবি 'পোনিয়িন সেলভান ১' ('Ponniyin Selvan 1') মুক্তি পেয়েছে ৩০ সেপ্টেম্বর। কল্কি (Kalki) রচিত একই নামের ক্লাসিকের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। তামিল ছবির ইতিহাসে সবচেয়ে বড় 'ওপেনিং ডে'র ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ প্রথম দিনে ব্যবসার নিরিখে তামিল ছবির মধ্যে সর্বোচ্চ আয় এই ছবির। 


'পোনিয়িন সেলভান ১'-র প্রথম দিনের ব্যবসা


'পোনিয়িন সেলভান ১'-এর মুক্তির প্রথম দিনের পর নির্মাতাদের তরফে জানানো হয়েছে যে গোটা বিশ্বে এটি প্রথম দিনে ৮০ কোটি টাকার ওপরে ব্যবসা করেছে। সোশ্যাল মিডিয়ায় লাইকা প্রোডাকশন এদিন পোস্ট করে লেখে, ''পোনিয়িন সেলভান ১'-কে বিশ্বব্যাপী তামিল সিনেমার নিরিখে সর্বোচ্চ ওপেনিং ডে ব্যবসা দেওয়ার জন্য ধন্যবাদ।' প্রসঙ্গত, লাইকা প্রোডাকশন এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছে মণি রত্নমের 'মাদ্রাজ টকিজ'-এর সঙ্গে। তাঁদের তরফে একটি পোস্টারও শেয়ার করা হয়েছে।


 






গত ৩ জুলাই  'লাইকা প্রোডাকশন'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয় টিজার। ক্যাপশনে লেখা হয়, 'দেখুন। নিজেকে আঁকড়ে ধরুন। উত্তেজনাপূর্ণ অভিযানের জন্য তৈরি হন। চোলেরা আসছে।' পোস্টারেও লেখা দেখা যায়, 'চোলেরা আসছে'। এবং সেই সঙ্গে এক গেরুয়া পতাকা উড়তে দেখা যায়।


আরও পড়ুন: Alia Bhatt: 'ক্যামেরার পিছনে কাজ করতে চাই', বলছেন 'ডার্লিংস' প্রযোজক আলিয়া ভট্ট


ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে যখন শাসক পরিবারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ফাটল দেখা দেয়। বিক্রম, জয়ম রবি, কার্তি, ঐশ্বর্যা রাই বচ্চন এবং তৃষার লুক প্রকাশিত হয় ধীরে ধীরে। প্রত্যেক লুকে সকলেই নজর কাড়েন। ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২০ সালে শ্যুটিং নয় মাসের জন্য বন্ধ রাখতে হয়েছিল।