গুয়াহাটি: পিঠের চোটের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। গতকালই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় যে বুমরা সিরিজের বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না। বুমরার চোট নিয়ে জল্পনা ছিলই। বিসিসিআইয়ের ঘোষণার পর থেকেই সেই জল্পনা আরও বৃদ্ধি পায়। বিশ্বকাপ তাঁর খেলা নিয়ে প্রবল সংশয় রয়েছে।
দ্রাবিড়ের আপডেট
তবে সৌরভ গঙ্গোপাধ্যায় গতকালই সাফ জানিয়ে দিয়েছিলেন দুই-তিন পরেই বুমরার চোটের গভীরতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। আজ অনেকটা সৌরভের সুরেই একই কথা বললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, 'এখনও যা খবর রয়েছে, সেই অনুযায়ী সরকারিভাবে ও (বুমরা) দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছে। ও বর্তমানে এনসিএতে গিয়েছে এবং আমরা ওর চোটের বিষয়ে সরকারিভাবে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় আছি। পরবর্তী দুই-তিন দিনেই এই বিষয়ে আমি সরকারিভাবে কিছু জানতে পারব এবং তারপরেই সকলকে এই নিয়ে আপডেট দিতে পারব।'
বুমরার চোট নিয়ে এর থেকে বেশি গভীরে আর যেতে চাননি দ্রাবিড়। 'আমি মেডিক্যাল রিপোর্টের বেশি গভীরে যেতে চাই না। বিশেষজ্ঞরা আমায় যা বলে আমি তাই বিশ্বাস করি। ওঁরাই আমায় বলেছে যে আপাতত এই সিরিজে বুমরা খেলতে পারবে না। ওর চোটের পর্যবেক্ষন করা হচ্ছে এবং ঠিক সময়ে সবটা জানা যাবে। তাই সরকারিভাবে কোনও বিবৃতি না আশা পর্যন্ত আমরা আশাবাদী।' বলেন ভারতীয় কোচ।
বুমরার বদলি
বুমরার বদলে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেন তারকা বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতীয় নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য চোট পাওয়া জসপ্রীত বুমরার বদলি হিসাবে মহম্মদ সিরাজের নাম ঘোষণা করছে। বুমরার পিঠের চোটে ভুগছেন এবং তিনি বর্তমানে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রয়েছেন।' সিরাজ ভারতের লাল বলের স্কোয়াডের নিয়মিত হলেও, সীমিত ওভারের ক্রিকেটে খুব বেশি সুযোগ পান না। মাত্র পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে তিনি পাঁচটি উইকেট নিয়েছেন। তবে বুমরার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পেলেন সিরাজ।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ তারিখ অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছে রোহিত বাহিনী