কলকাতা: এক্কেবারে মূলধারার নায়িকা থেকে শুরু করে গোয়েন্দা গল্প.. সব বিষয়েই তিনি নজর কেড়েছেন স্বমহিমায়। আর এবার, বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)-কে। উৎসব মুখোপাধ্যায় পরিচালিত একটি ওয়েব সিরিজে দেখা যাবে পূজাকে। সিরিজের নাম ক্যাবারে (Cabaret)। এই গল্পে একজন নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে পূজাকে। ৬ তারিখ থেকে 'আড্ডাটাইমস'-এ স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।
তবে এই সিরিজের চমক কেবল পূজা নন, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharya)-কে। এছাড়াও রয়েছেন, শান্তিলাল মুখোপাধ্যায় (Santilal Mukherjee)। আজ প্রকাশ্যে এল এই সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের সমস্ত লুক। ১০৬০ ও ৭০-এর দশকের একটি সময়কে তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। সেখানে ধরা দেবে এক পুরনো কলকাতার কথা। তবে কেবল পিরিয়ড ড্রামা নয়, এই গল্প আবর্তিত হয়েছে একটি প্রেমের সম্পর্ককে ঘিরে।
এক জনপ্রিয় ক্যাবারে ডান্সার মিস এলিনার সঙ্গে এক নকশাল নেতার প্রেমের গল্পকে নিয়েই আবর্তিত হবে এই সিরিজের গল্প। এই নকশাল নেতা স্বরূপের ভূমিকায় দেখা যাবে সত্যমকে। তাদের প্রেমকে ঠিক কতটা সমস্যা, সমাজের চোখরাঙানির মধ্যে দিয়ে যেতে হয় সেটাই ফুটে উঠবে এই সিরিজে। সেই সঙ্গে থাকবে একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে কীভাবে একজন ক্যাবারে ডান্সার হয়ে উঠল, সেই গল্প।
সিরিজটি নিয়ে পূজা বলছেন, 'আমি চিরকালই মিস এলিনার মতো একটি চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। 'ক্যাবারে' গল্পটার মধ্যে একটা নতুনত্ব রয়েছে। একজন অভিনেত্রী হিসেবে বলতে পারি, আমরা চিত্রনাট্য অনুযায়ী কাজ করি। ফলে ঠিক কতটা কাজ আমরা দেখাতে পারব আর কতটা পারব না সেই সিদ্ধান্ত নেয় স্ক্রিপ্ট। 'ক্যাবারে'-তে আমার অভিনয়ের অনেক জায়গা রয়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি সিরিজটি মুক্তি পাওয়ার।'
এই সিরিজটা সম্পর্কে উৎসব বলছেন, 'মিস এলিনার চরিত্রটা সবার চেয়ে আলাদা কারণ তার জীবন কোন বাঁধা গতে চলে না। তাঁর জীবনের অন্য এক ছন্দ। ভালবাসা, আবেগ, পরিবার, অনুভূতি, সমাজ.. এই সমস্তকিছুকেই তুলে ধরবে 'ক্যাবারে'।' সোশ্যাল মিডিয়ায় আজ লুক শেয়ার করে লেখা হয়েছে, 'এক রাজরানীর আশ্চর্য এক গল্প'