নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় সোনু সুদের ভূয়সী প্রশংসা করলেন চিত্রপরিচালক পুরী জগন্নাথ। একটা পুরনো ছবির ক্লিপিং পোস্ট করে জগন্নাথ বলেছেন যে সোনু সুদ বরাবরই একজন সত্যিকারের হিরো,যিনি ভবিষ্যৎকে দেখতে পান। সঙ্গে একটি হার্ট ইমোজি দিয়েছেন পুরী। সোশ্যাল মিডিয়াতেই প্রত্যুত্তরে ধন্যবাদ জানিয়েছেন সোনু। দক্ষিণী এই পরিচালকের ‘এক নিরঞ্জন’, ‘বুডঢা হোগা তেরা বাপ’ ছবিতে কাজ করেছেন সোনু সুদ।


সমাজসেবামূলক কাজের জন্য সাম্প্রতিক সময়ে দেশের মানুষের কাছে ভীষণ রকম প্রশংসিত হয়েছেন সোনু। সেই তালিকায় যুক্ত হল পুরী জগন্নাথের নামও। লকডাউন কালীন গত কয়েক মাস মারাত্মক ব্যস্ত রয়েছেন অভিনেতা সোনু । শ্যুটিং নয়। জনসেবার কাজেই নিজেকে নিয়োজিত রেখেছেন বলিউড ছবির এই অতি পরিচিত খলনায়ক। তিনি লকডাউনে অন্য শহরে বা পথে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন।বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কারও সমস্যার ছবি বা ভিডিয়ো পোস্ট দেখে যেচে এগিয়ে গিয়েছেন সাহায্য করতে। চাকরি চলে যাওয়া কম্পিউটার ইঞ্জিনিয়ার তরুণীকে সবজি বেচতে দেখে চাকরির খোঁজ দিয়েছেন। কৃষক দুই মেয়েকে দিয়ে হাল চাষ করাচ্ছেন দেখে ট্রাক্টর কিনে পাঠিয়েছেন। সিরিয়ালের প্রবীণ অভিনেতা অনুপম শ্যাম যখন কিডনির চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি এবং বাড়ির লোক ডায়ালিসিসের টাকা যোগাড়ের জন্য হন্যে হয়ে ঘুরছে, পাশে দাঁড়িয়েছেন সোনু।চাকরি খুইয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়া যুবক-যুবতীদের জন্য ওয়েবসাইট করে চাকরির খোঁজ দিচ্ছেন। আবার পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য নতুন অ্যাপ চালু করেছেন। করোনা ও লকডাউনের আবহে দুর্গত মানুষদের পাশে এসে সোনু সুদ যেভাবে দাঁড়িয়েছেন তা আলাদা করে চোখে পড়ছে সকলের।