কলকাতা: চলে গিয়েছে প্রথম সপ্তাহান্ত। যে ছবির আয়ের দিকে আশায় তাকিয়ে গোটা বিশ্ব, কেমন রেজাল্ট করল এই ছবি? মুক্তির পর থেকেই এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই মতেই এই ছবির তুলনা হয় না। অনেকেই আবার বলছেন, ছবির নায়ককে অতিমানবীয় করে তুলতে গিয়েই হয়ে গিয়েছে গন্ডোগোল। তবে এই দুই মতান্তরের কার প্রভাব বেশি পড়ল বক্স অফিসে? আজ সোমবার.. এক নজরে দেখে নেওয়া যাক, প্রথম সপ্তাহান্তে কেমন প্রতিক্রিয়া পেল, বক্সঅফিসে কতটাই বা ছাপ ফেলতে পারল অল্লু অর্জুন (Allu Arjun) আর রশ্মিকা মন্দানার (Rashmika Mandhana) 'পুষ্পা ২' (Pushpa 2)? দেখে নেওয়া যাক এক নজরে।


প্রথম সপ্তাহান্তের শেষে ৬০০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে 'পুষ্পা ২'। প্রথম সপ্তাহান্তের পরে এই ছবি আয় করেছেন প্রায় ৫৯৫ কোটি। 'বাহুবলী ২'-এর থেকে এই ছবির আয়ের বেগ দ্বিগুণ, এমনটাই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার, অর্থাৎ মুক্তির দিন এই ছবি আয় করেছিল ১৯৩ কোটি। দ্বিতীয় দিন এই ছবি আয় করেছিল ১০৭.৫০ কোটি। তৃতীয়দিন অর্থাৎ শনিবার এই ছবি আয় করেছিল ১৩২.৫০ কোটি। রবিবার এই ছবি আয় করেছে, সবচেয়ে বেশি ১৬২ কোটি। জানা যাচ্ছে, উত্তরভারতে এই ছবি গত রবিবার একদিনে সবচেয়ে বেশি কালেকশন করেছে। এই ছবির ক্ষেত্রে কেবল অ্যাডভান্স বুকিংই হয়েছিল ২০ কোটি টাকার। 


তেলুগু ভার্সনে এই ছবির অকুপেন্সি রেট ছিল ২৩.৭৫ শতাংশ। হিন্দিতে এই ছবির অকুপেন্সি রেট ২২.৪২ শতাংশ। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালি, কন্নড় ও বাংলায় এই ছবি ৯৩.৮ কোটি আয় করেছে। যদি এই হারেই আয় চলতে থাকে, তাহলে সোমবার শেষ পর্যন্ত আশা করা যাচ্ছে, গোটা পৃথিবীর আয় মেলালে এই ছবি ৯০০ কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে। এই আয়ের মাত্রা চলতে থাকলে, মুক্তির ১ সপ্তাহ পূর্ণ হতে না হতেই 'পুষ্পা ২' ছুঁয়ে ফেলতে পারে ১০০০ কোটির লক্ষ্যমাত্রা।


 






আরও পড়ুন: Kanchan Mallick: এই বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, পছন্দের সঙ্গীকে নিয়ে মাথা উঁচু করে বাঁচব


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।