হায়দরাবাদ: গত বছর শেষের দিকে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার হিট দক্ষিণী ছবি 'পুষ্পা দ্য রাইজ' (Pushpa The Rise)। ১৭ ডিসেম্বর এই ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে কার্যত ঝড় উঠেছিল। খুব কম সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায়। বাকিটা ইতিহাস। এই ছবির ডায়লগ থেকে গান, সমস্তই এতটা জনপ্রিয় হয়েছিল যে, তা নিয়ে কম রিল তৈরি করেননি নেট নাগরিকরা। 'পুষ্পা, পুষ্পারাজ। ঝুকেগা নেহি', এই ডায়লগে মজেছিল নেট দুনিয়া। পাশাপাশি এই ছবির সমস্ত গান আজও একইরকম জনপ্রিয়। 'পুষ্পা দ্য রাইজ' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। বিপরীতে দেখা যায় রশ্মিকা মন্দান্নাকে (Rashmika Mandanna)। বলা বাহুল্য, এই ছবি যখন হিন্দিতে মুক্তি পায়, তখনও তার বক্স অফিস কালেকশনও হইচই ফেলে দেয়। কিছুদিন আগেই জানা যায়, প্রথম ছবির বিপুল সাফল্যের পর চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে সিক্যুয়েল 'পুষ্পা দ্য রুল' (Pushpa The Rule)। স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করে এই খবর। কারণ, প্রথম ছবির শেষে বেশ কিছু প্রশ্ন রেখে দিয়েছেন নির্মাতারা। যার উত্তর মিলবে দ্বিতীয় ছবিতে। তবে, সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, 'পুষ্পা দ্য রুল' (Pushpa 2) ছবিতে 'শ্রীভল্লি' (Srivalli) চরিত্রটি মারা যেতে পারে বলে। সত্যিই কি তাই? উত্তর দিলেন ছবির প্রযোজক।
'পুষ্পা দ্য রুল'-এ কি শ্রীভল্লি চরিত্রটি মারা যাবে?
সোশ্যাল মিডিয়া জুড়ে গুঞ্জন রটেছে যে 'পুষ্পা টু'তে মারা যাবেন শ্রীভল্লি। এই গুঞ্জন প্রসঙ্গে এবার মুখ খুললেন ছবির প্রযোজক ওয়াই রবি শঙ্কর। তিনি কার্যত এই দাবি উড়িয়ে দিয়েছেন। প্রযোজক বলছেন, 'এই সমস্ত খবর ভুয়ো। যতক্ষণ না পর্যন্ত ছবির গল্প কেউ জানতে পারছে, ততক্ষণ পর্যন্ত সমস্তটাই গুজব মাত্র। এই মুহূর্তে দাঁড়িয়ে এখনই এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আসেনি। কারণ, কেউ জানে না কী হতে চলেছে। তাই নানা জায়গা থেকে নানা ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তবে, এই খবর একেবারেই মিথ্যে।'
আরও পড়ুন - Watch: ছেলের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন আমির খান! দেখুন ভিডিও
প্রযোজককে যখন জিজ্ঞাসা করা হয় যে, 'পুষ্পা টু'তে কি রশ্মিকা মন্দান্না অভিনীত 'শ্রীভল্লি' চরিত্রটি জীবিত থাকবে? তিনি বলেন, 'হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই।' পাশাপাশি কবে থেকে ছবির শ্যুটিং শুরু হবে, সে সম্পর্কেও তথ্য দিলেন। তিনি বলেন, 'খুব সম্ভাবত চলতি বছরের অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে শ্যুটিং। আমরা এখন প্রস্তুতি নিচ্ছি।' এদিকে প্রযোজকের কথা শুনে কিছুটা আশ্বস্ত হয়েছেন রশ্মিকা মন্দান্নার অনুরাগীরা। তাঁরা এটা জানতে পেরে খুশি হয়েছেন যে, জনপ্রিয় 'পুষ্পা দ্য রাইজ' ছবির সিক্যুয়েলে মারা যাচ্ছেন না 'শ্রীভল্লি'। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, প্রথম ছবির মতো সিক্যুয়েলও একাধিক ভাষায় মুক্তি পেতে পারে বলে।