'Pushpa 2' Release Date: অভিনেতা-পরিচালকের দ্বন্দ্ব? ফের পিছিয়ে যাচ্ছে 'পুষ্পা ২' মুক্তির তারিখ?

'Pushpa: The Rule' : আইকন স্টার অল্লু অর্জুনকে ফের পুষ্পা অবতারে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। কবে তাঁকে বড়পর্দায় ফের দাপট দেখাতে প্রত্যক্ষ করবেন দর্শক? ডিসেম্বরের তারিখও পিছিয়ে যাচ্ছে ফের?

Continues below advertisement

নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় অনুরাগীরা। 'পুষ্পা ২' (Pushpa 2: The Rule) ছবির মুক্তি প্রসঙ্গে ফের যা শোনা যাচ্ছে তাতে এবার কি ধৈর্য্যের বাঁধ ভাঙবে দর্শকের? বছরের শেষ নয়, শোনা যাচ্ছে নাকি ফের তারিখ পিছিয়ে একেবারে আগামী বছরে মুক্তি পাবে অল্লু অর্জুনের (Allu Arjun) 'পুষ্পা: দ্য রুল'।  কবে?

Continues below advertisement

ফের বদলাবে 'পুষ্পা ২' ছবির মুক্তির তারিখ?

আইকন স্টার অল্লু অর্জুনকে ফের পুষ্পা অবতারে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। কবে তাঁকে বড়পর্দায় ফের দাপট দেখাতে প্রত্যক্ষ করবেন দর্শক? কথা ছিল চলতি বছরের ১৫ অগাস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পুষ্পা ২'। যদিও সম্প্রতি সেই তারিখ বদলে দেওয়া হয়। জানানো হয় ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। তাতেই দর্শকের একাংশ হতাশা প্রকাশ করেন। 

কিন্তু ফের শোনা যাচ্ছে নতুন তথ্য। যদি গুঞ্জন বিশ্বাস করা যায় তাহলে মনে করা হচ্ছে এই ছবি মুক্তি পাবে ২০২৫ সালে। কিন্তু কেন? শোনা যাচ্ছে অনিয়মিত শ্যুটিং শিডিউলের জন্য এবার খানিক বিরক্তই অল্লু অর্জুন। তিনি এতটাই রেগে গেছেন নাকি যে তাঁর দাড়ি কেটে ফেলেছেন যা এই ছবিতে তাঁর গুরুত্বপূর্ণ লুক। এরপর তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ইউরোপ চলে যান। ইতিমধ্যে পরিচালক সুকুমারও নাকি আমেরিকায় গিয়েছেন, ফলে আরও দেরি হচ্ছে শ্যুটিং শেষ করতে। তাহলে কি অল্লু অর্জুন ও পরিচালক সুকুমারের মধ্যে এবার বিবাদের সৃষ্টি?

আরও পড়ুন: Urvashi Rautela: ব্যক্তিগত ভিডিও 'ফাঁস' ঊর্বশী রাউতেলার ? ডিপফেকের শিকার নাকি অন্যকিছু

যদিও এই গুঞ্জনের উল্টো মতামতও শোনা যাচ্ছে। অনেকের মতে অল্লু অর্জুনের দাড়ি কেটে তৈরি নতুন লুকও এই ছবিরই অঙ্গ। যে গুঞ্জন চলছে তা ভুয়ো বলে দাবি তাঁদের। তবে ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জনে রীতিমতো হতাশ দর্শক মহল। সকলেই এখন নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই ছবির একাধিক পোস্টার, টিজার ও দুটি গান মুক্তি পেয়েছে। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালয়লি, বাংলায় মুক্তি পেয়েছে গানগুলি। ছবিতে অল্লু অর্জুনের সঙ্গে শ্রীভল্লির চরিত্রে ফিরছেন রশ্মিকা মান্দান্না। খলনায়কের চরিত্রে দেখা মিলবে ফাহাদ ফাসিলের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola