Pushpa 2 The Rule: সবে রিলিজ হয়েছে অল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত 'পুষ্পা ২- দ্য রুল' ছবিটি। ইতিমধ্যেই বক্স অফিসে সাড়া জাগিয়েছে এই সিনেমা। দুরন্ত ব্যবসা করবে এই দক্ষিণী ছবি, অল্প সময়েই জিতে নেবে 'ব্লকবাস্টার সুপারহিট' খেতাব, এমনটাই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞদের একটা বড় অংশ। আর প্রথম দিনের বক্স অফিস কালেকশন দেখে চমকে গিয়েছেন সকলেই। সমস্ত ভাষায় প্রায় ১৬০ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে 'পুষ্পা ২' ছবি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসার পরিমাণ আরও বাড়বে বলেই অনুমান। 'আরআরআর' ছবির প্রথম দিনের ব্যবসা ছিল ১৩৩ কোটি টাকার। তাকে পিছিয়ে ফেলে ইতিমধ্যে 'বিগেস্ট ইন্ডিয়ান ওপেনার এভার'- এর খেতাব পেয়ে গিয়েছে অল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২- দ্য রুল'। 


যাঁরা প্রথম দিনেই ছবিটি দেখে ফেলেছেন তাঁদের মধ্যেও উত্তেজনা এবং উন্মাদনার পারদ রয়েছে তুঙ্গে। কেউ গিয়েছেন সকাল ৭টার শো-দেখতে। কেউ বা সিনেমা হলে বসে চোখের পলক ফেলেননি এই ভেবে, যদি কিছু দেখা বাদ পড়ে যায়। অল্লু অর্জুনের পাশাপাশি রশ্মিকা মান্দানার প্রশংসাতেও পঞ্চমুখ দর্শকমহল। অনেকেই বলছেন, অল্প দিনের মধ্যেই 'ন্যাশনাল ক্রাশ' হয়ে যাবেন রশ্মিকা। 'পুষ্পা ২- দ্য রুল' ছবির বিষয়ে আলোচনা করতে গিয়ে দর্শকরাই টেনেছেন 'অ্যানিম্যাল' ছবির প্রসঙ্গে। অনেকেই বলছেন, 'অ্যানিম্যাল' ছবিতে যেভাবে পুরুষতন্ত্রের জয়জয়কার হয়েছে এবং নারীদের অবমাননা করা হয়েছে, 'পুষ্পা ২'- তে দেখা গিয়েছে ঠিক তার উল্টো দৃশ্য। এখানে নারীকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেওয়ার ঘটনার দেখানো হয়েছে বিভিন্ন দৃশ্যে। আমাদের জীবনে মহিলাদের ভূমিকা কী, একটি পরিবারে মহিলাদের ভূমিকা কী, সবই দেখানো হয়েছে খুব সুন্দর ভাবে। 


পুষ্পা ৩ কি লঞ্চ হবে? 


পুষ্পা ২- দ্য রুল ছবির শেষে নাকি এমন সাসপেন্স রয়েছে যে পুষ্পা ৩ লঞ্চ হতেই পারে, এমনই মত দর্শকদের একাংশের। তবে এই ব্যাপারে ছবির নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে পুষ্পা ২ দেখে খুশি সকলেই। সিনেমা হল থেকে বেরিয়ে বেশিরভাগ দর্শকই বলছেন 'পয়সা উসুল' হয়েছে দারুণ ভাবে। অনেকেই বলছেন, এক মিনিটের জন্যেও স্ক্রিন থেকে চোখ সরানো যাচ্ছে না। ৩ ঘণ্টা ২০ মিনিটের ছবি দেখতে একটুও বিরক্তি লাগবে না। বরং প্রতি মুহূর্তেই 'কী হয় কী হয়' পরিস্থিতি। পুরোটা সময় জুড়ে রয়েছে টানটান উত্তেজনা। আর মহিলাদের প্রতি ঠিক যেমন আচরণ পুরুষদের এবং সমাজের হওয়া উচিত, ঠিক সেটাই যে পুষ্পা ২- দ্য রুল ছবির ছত্রে ছত্রে বর্ণিত হয়েছে, সেই প্রসঙ্গে একমত সকলেই। অল্লু অর্জুনের অভিনয়, স্টাইল, ম্যানারিজমের পাশাপাশি দর্শক মুগ্ধ রশ্মিকার অভিনয়েও। যাঁরা ইতিমধ্যেই সিনেমা দেখে ফেলেছেন, তাঁরা সকলে বলেছেন বাকিরাও যেন সিনেমা হলে গিয়েই ছবি দেখেন। স্ত্রীর ইচ্ছেপূরণের জন্য একজন স্বামী যে কী কী করতে পারেন, ভাইয়ের সঙ্গে ভাইয়ের বন্ধন কেমন হওয়া উচিত, পরিবার কেমন হলে তাকে আদর্শ পরিবার বলা যায়, সবই একদম নিখুঁত ভাবে দেখানো হয়েছে এই সিনেমার প্রতিটি দৃশ্যে।