নয়াদিল্লি: অধীর আগ্রহে অপেক্ষায় অল্লু অর্জুনের (Allu Arjun) অনুরাগীরা। কবে আসবে 'পুষ্পা ২' (Pushpa: The Rule), সেই চিন্তায় সকলে। ঘোষণা করা হয় ২০২৪ সালের ১৫ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। এই আবহে শোনা যাচ্ছে অল্লু অর্জুন ও সুকুমার (Sukumar) 'পুষ্পা'র এই খ্যাতি যতটা সম্ভব ব্যবহার করে নেওয়া যায়, সেই চেষ্টা করছেন। দক্ষিণের এক সংবাদ সংস্থা সূত্রে খবর খুব শীঘ্রই মুক্তি পাবে 'পুষ্পা ৩'ও (Pushpa 3)। 


কবে মুক্তি পাবে 'পুষ্পা ৩'?


আগেই ঘোষণা করা হয়েছিল 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজি হাজির হবে তাদের তৃতীয় ছবি নিয়ে। সেই আবহেই শোনা যাচ্ছে ২০২৪ সালে 'পুষ্পা: দ্য রুল' মুক্তির পর ২০২৫ সালেই মুক্তি পাবে 'পুষ্পা ৩'। তৃতীয় ছবি মুক্তিতে বিশেষ দেরি করতে চান না তাঁরা। সুকুমারের সঙ্গে এই মুহূর্তে নিজের সমস্ত মনোযোগ 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজিতেই দিতে চান অল্লু অর্জুন। 


খবর মিলেছিল আগেই, 'পুষ্পা ২' ও 'পুষ্পা ৩' ছবির কাজ একসঙ্গে করছেন তাঁরা। লম্বা একটি শিডিউল শেষ করেছেন পরিচালক সুকুমার ও অভিনেতা অল্লু অর্জুন। এবং তাতেই মনে করা হচ্ছে যে তাঁরা একসঙ্গে 'পুষ্পা: দ্য রুল' ও 'পুষ্পা ৩' দুই ছবিরই কাজ সারছিলেন। 'পুষ্পা ২' ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। দুই ছবি মুক্তির মধ্যে বিশেষ ব্যবধান তাঁরা রাখতে চান না বলেই এমন তড়িঘড়ি কাজ শেষের চেষ্টা বলে দাবি সূত্রের। 'পুষ্পা: দ্য রাইজ' বা এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি মুক্তি পায় ২০২১ সালে, লকডাউনের ঠিক পরপরই। সেই বছরে এই ছবি ৩৬৫ কোটি টাকার ব্যবসা করে যা বিপুল ব্যবসা করা ভারতীয় সিনেমাগুলির অন্যতম। বক্স অফিসে এই ছবি মুক্তি পায় '৮৩'-র সঙ্গে, তবে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয় লাভের অঙ্কের পরীক্ষায়।


আরও পড়ুন: 'Bastar: The Naxal Story': প্রকাশ্যে 'বাস্তার: দ্য নকশাল স্টোরি'র 'রক্তাক্ত' ট্রেলার, IPS অফিসারের চরিত্রে নজর কাড়লেন আদাহ্


'পুষ্পা' হচ্ছে ভারতের অন্যতম প্যান ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজি। অল্লু অর্জুন এই ছবির জন্য অন্ধ্রপ্রদেশের জঙ্গলে শ্যুটিং সেরেছেন। আসন্ন 'পুষ্পা ২' ছবিতে মুখ্য নেতিবাচক চরিত্রে দেখা যাবে ফাহাগ ফাসিলকে যার আভাস মিলেছিল প্রথম ছবির শেষে। আগের ছবির শেষে দেখা গিয়েছিল প্রতিশোধে আগুনে জ্বলছেন তিনি। এরপর কী হবে তা দেখার অপেক্ষায় সকলে। এই ছবিতেও শ্রীভল্লির চরিত্রে ফিরবেন রশ্মিকা মান্দানা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।