মুম্বই: 'পুষ্পা-দ্য রাইজ' ('Pushpa - The Rise')-এর নতুন রেকর্ড। ২০২১ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া এই দক্ষিণী ছবি দক্ষিণ তো বটেই, গোটা দেশে এমনকি বাংলাতেও লক্ষ লক্ষ মানুষকে হলমুখী করেছে, মজিয়েছে দক্ষিণী ছবিতে। করোনা পরিস্থিতির পরে প্রেক্ষাগৃহ থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম, প্রচুর মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন পুষ্পা। আর সেই সংখ্যাটা ছাড়িয়ে নাকি গিয়েছে ৫ বিলিয়ন? 'পুষ্পা'-ই নাকি প্রথম হিন্দি ছবি, যাঁর অ্য়ালবাম এত বিপুল সংখ্যক মানুষ দেখে ফেলেছেন1


অল্লু অর্জুন (Alllu Arjun) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) অভিনীত এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে গিয়ে এই ছবির পরিচালকেরা একটি পোস্টার শেয়ার করেন। প্রযোজনা সংস্থার ভেরিফায়েড পেজ থেকেও শেয়ার করে নেওয়া হয়েছে একটি পোস্টার। সেখানে 'পুষ্পা'-র লুকে কাঁধে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অল্লু অর্জুন। আর সেখানেই লেখা, 'ভারতের প্রথম অ্যালবাম যেটা ৫ বিলিয়ন ভিউ ছাড়াল'। আর সেই পোস্টারের ওপরে লেখা, 'অল টাইম রেকর্ড'


আরও পড়ুন:Sushmita Sen First Reaction: 'যথেষ্ট বিবৃতি দেওয়া হয়েছে', ললিত মোদির সঙ্গে বিয়ের জল্পনার মধ্য়েই মুখ খুললেন সুস্মিতা


কেবল মাত্র হিন্দি ভাষাভাষী অধ্যুষিত অঞ্চলেই ১০০ কোটিরও বেশি ব্যবসা করেছিল পুষ্পা। সারা পৃথিবীতে ৩০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে 'পুষ্পা-দ্য রাইজ' ('Pushpa - The Rise')। 'শামি শামি' থেকে শুরু কের 'শ্রীভল্লি' ভাষার গন্ডি পেরিয়ে পুষ্পা ছবির গানও গোটা দেশে জনপ্রিয় হয়েছিল।


অন্যদিকে, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই 'পুষ্পা' ছবির সিক্যুয়েল (Pushpa The Rule) নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। কোথাও দাবি করা হচ্ছে চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে আল্লু অর্জুনের 'পুষ্পা দ্য রুল'। আবার কোথাও দাবি করা হচ্ছে আগামী বছর মুক্তি পেতে পারে এই ছবি। আবার কোনও সূত্রে দাবি করা হচ্ছে, পরিচালক সুকুমারের এই ছবির দ্বিতীয় ভাগের স্ক্রিপ্ট তৈরিতে কিছুটা বেশি সময় লেগেছে। তাই মুক্তি পেতে কিছুটা বিলম্ব হচ্ছে।