বর্তমানে জ্যাকলিন ফার্নান্ডেজ কারও সঙ্গে প্রেম কেন করছেন না, জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jul 2018 06:50 PM (IST)
1
রেস থ্রি মুক্তির পর থেকে বর্তমানে পেশাদার দুনিয়ায় একবারে ক্লাউড নাইনে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ
2
আপাতত তাই শুধু কাজ নিয়েই ব্যস্ত জ্যাকলিন
3
এছাড়া কাজের যা প্রেসার, সেখানে একজন ব্যক্তিকে আলাদা ভাবে সময় দেওয়া তাঁর পক্ষে এখন সম্ভব নয়।
4
তাছাড়া কেরিয়ারের এখন যে জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন, সেখানে দাঁড়িয়ে লাভ লাইফ হ্যান্ডেল করা কার্যত সম্ভব নয়
5
তারপরই তিনি বলেন কাজের খাতিরে তাঁকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বহু লোকের সঙ্গে দেখা করতে হয়। তাই প্রেম করার মতো তাঁর হাতে কোনও সময়ই নেই
6
তারপরই তিনি বলেন প্রতিদিন যদি কোনও মানুষ রাত এগারোটা পর্যন্ত কাজে ব্যস্ত থাকেন, তাহলে তাঁর লভ লাইফ বলে কি কিছু থাকতে পারে।
7
সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকারে জ্যাকলিন বলেন, তাঁর জীবনে প্রেমের কোনও স্থান নেই
8
প্রফেশনালি তিনি এখন মারাত্মক ব্যস্তও রয়েছেন।