কলকাতা: ব্যস্ত ছিলেন ওয়েবসিরিজের শ্যুটিংয়ে। জোরকদমেই চলছিল কাজ। তারপর হঠাৎ জ্বর, হালকা শ্বাসকষ্টও। পরামর্শ নিয়েছিলেন চিকিৎসকের। শুরু হয়েছিল অ্যান্টিবায়োটিকের কোর্সও। এরই মধ্যে শুরু হয় পেটের গোলমাল। তখনই দ্রুত কোভিড টেস্টের পরামর্শ দেন চিকিৎসক।
কিছুটা থেমে-থেমেই নিজের করোনা উপসর্গের কথা বলছিলেন মডেল-অভিনেত্রী র্যাচেল হোয়াইট। একটানা কথা বললেন শ্বাসকষ্ট হচ্ছে, ফোনের এপার থেকেই বোঝা যাচ্ছিল।
করোনা আক্রান্ত হওয়ার খবর শনিবার সন্ধেবেলা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান র্যাচেল।
কেমন আছেন তিনি? সোমবার সন্ধেবেলা এবিপি আনন্দকে তিনি জানালেন, বাড়ছে শ্বাসকষ্ট। বাড়িতেই আছেন কোয়ারেন্টিনে। ভিডিও কলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ। পরামর্শ মেনে করছেন ব্রিদিং এক্সারসাইজ। ওষুধ খাচ্ছেন নিয়মিত। কিন্তু চারিদিকের ঘটনা, বাড়িতে থেকে ডাক্তারের সঙ্গে অনলাইনে যোগাযোগ, শারীরিক অবস্থা এখন বেশ ভাবাচ্ছে র্যাচেলকে। শ্বাসের সমস্যা বাড়লে এবার ভর্তি হতেই হবে হাসপাতালে, জানিয়েছেন চিকিৎসক।
কষ্ট হলেও ফোন খোলা রাখতে হচ্ছে। কারণ ডাক্তারের সঙ্গে ওটাই যোগাযোগের মাধ্যম। তবু সবার ফোন ধরতে পারছেন না বলে সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন র্যাচেল। সকলকে ধন্যবাদ জানিয়েছেন শুভকামনার জন্য।