কলকাতা: ব্যস্ত ছিলেন ওয়েবসিরিজের শ্যুটিংয়ে। জোরকদমেই চলছিল কাজ। তারপর হঠাৎ জ্বর, হালকা শ্বাসকষ্টও। পরামর্শ নিয়েছিলেন চিকিৎসকের। শুরু হয়েছিল অ্যান্টিবায়োটিকের কোর্সও। এরই মধ্যে শুরু হয় পেটের গোলমাল। তখনই দ্রুত কোভিড টেস্টের পরামর্শ দেন চিকিৎসক। কিছুটা থেমে-থেমেই নিজের করোনা উপসর্গের কথা বলছিলেন মডেল-অভিনেত্রী র্যাচেল হোয়াইট। একটানা কথা বললেন শ্বাসকষ্ট হচ্ছে, ফোনের এপার থেকেই বোঝা যাচ্ছিল। করোনা আক্রান্ত হওয়ার খবর শনিবার সন্ধেবেলা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান র্যাচেল।
শ্বাসকষ্ট হচ্ছে, হোম কোয়ারেন্টিনেই ব্রিদিং এক্সারসাইজ করছেন করোনা আক্রান্ত র্যাচেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jul 2020 09:22 AM (IST)