রাধিকার এই ছবিটা ভাইরাল হয়েছে, দেখুন
বিয়েও করেছেন। ২০১২ সালে। স্বামী ব্রিটিশ সঙ্গীতশিল্পী বেনেডিক্ট টেলর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসব মিলিয়ে রাধিকা নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছেন।
২০১৫-য় সুজয় ঘোষের 'অহল্যা' ছবিতেও কাজ করেন তিনি। সোস্যাল মিডিয়ায় শোরগোল ফেলে ছবিটা।
২০১২-য় অনুরাগ কাশ্যপ পরিচালিত 'দি ডে আফটার এভরিডে', 'দেব টিসিঙ্গ', এই দুটি ছবিতে রাধিকার অভিনয় মন কেড়ে নিয়েছিল। ছবি দুটি রিলিজ হয় ইউটিউবে।
রাধিকা আপ্তে। কত নানা রং-এর বৈচিত্র্যই না রয়েছে এই অভিনেত্রীর ঝুলিতে।
তবে এবার যে ছবিটা দেখবেন তা আপনারা কখনও কল্পনাও হয়ত করতে পারবেন না।
১৯৮৫ সালে পুণেতে জন্ম হয় রাধিকার।
রাধিকার যে ছবিগুলি বলিউডে বিশেষ সমাদর পেয়েছে, সেগুলির মধ্যে আছে 'বদলাপুর', 'মাঝি দি মাউন্টেন ম্যান'।
২০০৫ সালে বলিউডে তিনি পা রাখেন 'বাহ লাইফ হো তো অ্যায়সি' ছবি দিয়ে।
আধ ডজন এমন ছবিতে তিনি কাজ করেছেন, যেগুলি সমালোচকদের বিচার বিরাট প্রশংসা পেয়েছে। এহেন রাধিকার ইনস্টাগ্রাম টাইমলাইনে দেখবেন নানা মুডের ছবি।
রাধিকা ছবিটা পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তবে জেনে রাখুন, যেটা ওঁর গালে দেখছেন, সেটা মোটেই আসল, জ্যান্ত নয়। 'প্যাডম্যান' ছবির শ্যুটের সময় রাধিকার সঙ্গে মজা করতে ওটা ব্যবহার করেছেন অক্ষয় কুমার।
জিকিউ ম্যাগাজিনের জন্য তাঁর ভাইরাল হওয়া ফটোশ্যুটের ছবির কথা মনে পড়ছে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -