কলকাতা: বিভিন্ন কারণের জন্য হামেশাই সমালোচনায় থাকেন রাধিকা আপ্তে (Radhika Apte)। ওটিটি থেকে বড়পর্দা, সব জায়গাতেই অবাধ যাতায়াত তাঁর। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি কথা বলেন না তিনি। সম্প্রতি মা হয়েছেন রাধিকা। আর নিজের মা হওয়ার সময়ের কথা সম্প্রতি একটি টক শো-তে ভাগ করে নিয়েছেন রাধিকা। গর্ভাবস্থায় তিনি এক প্রযোজকের অদ্ভুত ব্যবহারের শিকার হয়েছিলেন। রাধিকা সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো 'ফ্রিডম টু ফিড'-এ এসেছিলেন, যেখানে তিনি স্বীকার করেছেন যে গর্ভবতী অভিনেত্রীদের নিয়ে এখনও বলিউড পুরনো ধ্যান-ধারণায় আটকে রয়েছে। নেহা ধুপিয়ার চ্যাট শো 'ফ্রিডম টু ফিড'-এর সময় রাধিকা জানান, তাঁর গর্ভাবস্থার ঘোষণার পরে তাঁকে অনেক মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তিনি মা হওয়া নিয়ে সমাজে বিদ্যমান পুরনো ধারণা এবং বৈষম্য নিয়েও কথা বলেন। রাধিকা বলেন- 'আমি সেই সময়ে যে ভারতীয় প্রযোজকদের সঙ্গে কাজ করছিলাম, তাঁদের আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা ভালো লাগেনি।'
চাপা পোশাক পরার জন্য জোর করা!
রাধিকা বলছেন, 'আমি সে সময়ে যে সমস্ত প্রযোজকের সঙ্গে কাজ করছিলাম, তাঁদের আচরণ বদলে গিয়েছিল আমার সন্তান আসার খবর শুনেই। তাঁরা জেদ করতেন যে আমায় টাইট পোশাক পরতে হবে। আমি অস্বস্তি অনুভব করতাম সেই সময়ে টাইট পোশাক পরতে। আমি আমার গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারে ছিলাম। আমার বার বার খিদে পাচ্ছিল, এবং আমি ভাত বা পাস্তার মতো জিনিস বেশি খাচ্ছিলাম। শরীরে সাধারণ পরিবর্তন আসছিল, কিন্তু সেই সময়ে সহানুভূতি দেখানোর পরিবর্তে তাঁরা আমার প্রতি নির্দয় আচরণ করা হয়েছিল।' অভিনেত্রী জানান যে যন্ত্রণা এবং আমার অস্বস্তি সত্ত্বেও প্রযোজক সেটে ডাক্তারের সঙ্গে দেখা করার অনুমতি পর্যন্ত দেননি।
হলিউডের প্রশংসায় রাধিকা
তবে অন্তঃসত্ত্বা থাকাকালীন কেবল ভারতীয় প্রযোজকদের সঙ্গেই নয়, আন্তর্জাতিক প্রোজেক্টেও কাজ করছিলেন রাধিকা। হলিউড প্রযোজকদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। রাধিকার কথায়, 'হলিউডের একজন পরিচালক আমায় সেই সময়ে ভীষণ সমর্থন করেছিলেন। যখন আমি তাঁকে বললাম যে, আমি বেশি খাচ্ছি এবং শুটিংয়ের শেষ পর্যন্ত আমার লুক পরিবর্তন হতে পারে, তখন তিনি হেসে বলেছিলেন, 'চিন্তা কোরো না, যদি তুমি এই প্রোজেক্টের শেষ পর্যন্ত পুরো বদলে যাও, তাতেও কোনো সমস্যা নেই, কারণ তুমি গর্ভবতী।' একজন পরিচালকের এই সমর্থন আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।' রাধিকা জানান যে তিনি পেশাদার দায়িত্বগুলি ভালোভাবে বোঝেন, এবং সবসময় সেগুলির সম্মানও করেন। তিনি বলেন- 'কিন্তু সেই সময়ে সামান্য সহানুভূতি অনেক কাজে আসে। আমি কারও থেকে বিশেষ সাহায্যের আশা করিনি, শুধু সামান্য মানবিকতা চেয়েছিলাম, এবং চেয়েছিলাম মানুষ আমায় বুঝুক। চেয়েছিলাম যে আমার এই আনন্দকে মানুষ একটু বুঝুক।'
রাধিকার সঙ্গে বেনেডিক্ট টেলারের আলাপ হয় ২০১১ সালে লন্ডনে, যখন তিনি এক বছরের বিরতিতে ছিলেন এবং কন্টেম্পোরারি ডান্স শিখতে গিয়েছিলেন। তাঁরা ২০১৩ সালে বিয়ে করেন, এবং ডিসেম্বর ২০২৪-এ রাধিকা একটি মেয়ের জন্ম দেন।