কলকাতা: আজই চার হাত এক হবে অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা (Raghav Chadda)-র। রাজস্থানের উদয়পুরের হোটেল লীলা প্যালেসে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অতিথি অভ্যাগতরা। শুধু বিনোদন দুনিয়া নয়, এই বিয়েতে সামিল হয়এছেন রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বও। 


এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি বর বধূর কোনও ছবিই। সেই যে তাঁরা উদয়পুর বিমানবন্দরে নেমে গাড়িতে উঠে গিয়েছিলেন, তারপর থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন তাঁরা। আজ উদয়পুর বিমান বন্দরে দেখা মিলল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal) ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab Chief Minister Bhagwant Mann)-এর। গতকালই উদয়পুর পৌঁছে গিয়েছেন রাঘব ও পরিণীতির পরিবার পরিজনেরা। 


বিয়েতে বলিউড তারকারা কী সাজবেন.. সেইদিকে সবার নজর তো থাকেই। বাগদানের ছিল পরিণীতি বেছে নিয়েছিলেন একটি মুক্তো ও সিক্যুইনের কাজ করা কুর্তা। অন্যদিকে রাঘবও বেছে নিয়েছিলেন একই রঙের শেরওয়ানি। পরিণীতি ও রাঘবের বিয়ের যে কার্ড ভাইরাল হয়েছিল, তাতে লেখা ছিল, 'আ পার্ল হোয়াইট ওয়েডিং'। অর্থাৎ, মুক্তরঙা বিয়ে। আশা করা যাচ্ছে, ছক ভেঙে পরিণীতি ও রাঘব বেছে নেবেন সাদা বেসড হালকা রঙের কোনও পোশাক। 


পরিণীতি সাজবেন মণীশ মলহোত্রর (Manish Malhotra)-র ডিজাইনার লেহঙ্গায়। অন্যদিকে শোনা যাচ্ছে, রাঘবের শেরওয়ানি তৈরি করেছেন তাঁর কাকা পবন সচদেব (Pawan Sachdeva)। ফ্যাশন দুনিয়ায় তিনিও বেশ বড় নাম। বোনের বিয়েতে প্রিয়ঙ্কা চোপড়া আসতে পারবেন কি না সে নিয়ে এখনও সন্দেহ রয়েছে। অন্যদিকে পরিণীতির সঙ্গীত অনুষ্ঠান থেকে নিজের একটি ছবি পোস্ট করেছেন মা মধু চোপড়া। জানা যাচ্ছে, ৯০ এর দশকের থিমে আয়োজন করা হয়েছিল রাঘব-পরিণীতির সঙ্গীত। 


হোটেল সূত্রে খবর, ছবি ও ভিডিও যাতে কোনও অতিথিই না ক্যামেরাবন্দি করতে পারেন তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁরা হোটেলে ঢুকছেন তাঁদের মোবাইল ফোনের ক্যামেরায় নীল রঙের টেপ লাগিয়ে দেওয়া হবে বলে খবর। এই নীল রঙের টেপের বিশেষত্ব হচ্ছে, একবার এটি ফোনের ক্যামেরায় লাগানোর পর সেটি খুলে ফেললে টেপে একটি তীর চিহ্ন দেখতে পাওয়া যাবে। এর থেকে সহজেই বোঝা যাবে যে ক্যামেরা ব্যবহারের জন্য টেপ সরানো হয়েছে। হোটেল স্টাফ থেকে শুরু করে, তাঁবু, ডেকরেশন, সাউন্ড সিস্টেম, শেফ সকলের ক্ষেত্রেই এই নিয়মাবলী প্রযোজ্য। হোটেলের স্টাফ ও অন্যান্য কর্মচারীরা তিন দিন হোটেলের বাইরে কোথাও যেতে পারবেন না


আরও পড়ুন: 'Bagha Jatin' New Song: শহরের রাস্তায় বিশেষ ব্যবস্থা, মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির প্রথম গান 'এই দেশ আমার'