কলকাতা: দুর্গাপুজোয় ফের বড়পর্দায় আসছেন দেব (Dev)। ১৯ অক্টোবর বাংলায় মুক্তি পাবে 'বাঘা যতীন' (Bagha Jatin)। ২০ অক্টোবর দেশজুড়ে হিন্দিতে মুক্তি পাবে এই ছবি। প্রচার শুরু হয়েছে জোর কদমে। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম গান। রূপম ইসলামের কণ্ঠে মুক্তি পেল 'এই দেশ আমার' (Ei Desh Amar)। শহরের বুকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হল। 


প্রকাশ্যে 'এই দেশ আমার' গান


পাঁচতারা হোটেল বা শপিং মলের শীতলতায় নয়, শহর কলকাতার রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে নিয়ে লঞ্চ করা হল 'বাঘা যতীন' ছবির প্রথম গান। অরুণ রায় পরিচালিত এই ছবিতে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেবকে। ছবির প্রথম প্রকাশিত এই গানে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল ছবির গোটা টিম। 


'এই দেশ আমার' গানটি শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। ব্রিটিশ শাসনের বেড়াজাল থেকে দেশকে স্বাধীন করানোর পিছনে কত সংগ্রামীর অক্লান্ত পরিশ্রম ছিল তা আমরা ইতিহাসের বইয়ে পড়েছি। তারই ঝলক চাক্ষুষ করা যাবে এই ছবির হাত ধরে। পুলিশের নজর থেকে বাঁচতে একাধিক ছদ্মবেশে থাকা, নিজের বাড়ি থেকে দূরে লুকিয়ে থাকা, লড়াইয়ের জন্য যুবক-যুবতীদের তৈরি করা, বিভিন্ন মুহূর্তের ঝলক মিলল এই গানে। ছবিতে ইন্দুবালার চরিত্রে দেখা যাবে সৃজা দত্তকে।


 



আরও পড়ুন: Top Entertainment News Today: প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবির প্রথম গান, বোনের বিয়েতে প্রিয়ঙ্কার উপস্থিতি নিয়ে জল্পনা, বিনোদনের সারাদিন


প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে 'বাঘা যতীন' ছবির টিজার। এদিন 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর (Dev Entertainment Ventures) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ছবির টিজার শেয়ার করে লেখা হয়, 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সগৌরবে উপস্থাপন করছে 'বাঘা যতীন'-এর টিজার। বাঘা যতীন এক বঙ্গসন্তান যাঁর হুঙ্কারে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। সেই মহান বলিদান ও লড়াইয়ের বীরগাঁথা নিয়ে বড়পর্দায় আমরা আসছি ১৯ অক্টোবর।' 


দেব মানেই কোনও না কোনও নতুন প্রচেষ্টা। কিছুদিন আগেই তাঁকে দর্শক ব্যোমকেশ রূপে দেখেছেন বড়পর্দায়। এবার পুজোয় দর্শকের মনে স্থান করে নিতে আসছেন 'বাঘা যতীন' দেব। প্রকাশ্যে এসেছে টিজার। (Durga Puja 2023 Release)। এরপর শ্যুটিং চলছে তাঁর পরবর্তী ছবি 'প্রধান'-এর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial