রিলিজ হল ‘রাগিনী এমএমএস ২.২’-র হট অ্যান্ড বোল্ড টিজার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Sep 2017 08:19 AM (IST)
মুম্বই: এএলটি বালাজি খুব শীঘ্রই ওয়েব সিরিজ ‘রাগিনী এমএমএস ২.২’ নিয়ে আসছে।এই ওয়েব সিরিজের টিজার সোশ্যাল মিডিয়ায় রিলিজ করা হয়েছে। টিজারে রয়েছে একের পর এক হট অ্যান্ড বোল্ড দৃশ্য। একতা কপূরের সিনেমা ‘রাগিনী এমএমএস ২’ ২০১৪-তে বক্স অফিসে হৈচৈ ফেলে দিয়েছিল। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সানি লিওন। এবার একতা এর সিকোয়েল ওয়েব সিরিজ আকারে নিয়ে আসছেন। এতে করিশ্মা শর্মাকে বিভিন্ন খোলামেলা দৃশ্যে দেখা যাবে। ‘পবিত্র রিস্তা’, ‘ইয়ে হ্যায় মহব্বতে’-র মতো টিভি সিরিয়ালের দৌলতে জনপ্রিয়তা পেয়েছেন করিশ্মা শর্মা। ওয়েব সিরিজের টিজারে আরও সাহসী করিশ্মা শর্মা। এ রকম দৃশ্য করিশ্মাকে যে এই প্রথম দেখা যাবে তা নয়। এর আগেও সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর হট অ্যান্ড বোল্ড ছবি পোস্ট করেছেন। দেখুন ‘রাগিনী এমএমএস ২.২’-র টিজার