অতসী মুখোপাধ্যায়, কলকাতা: টলিপাড়ায় 'রোল ক্যামেরা অ্যাকশন' শুরু হয়েছে বেশ কয়েকদিন হল। পরিচালক (Director) ও ফেডারেশনের (Fedaration) দ্বন্দ্বে ইতি পড়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে (Chief Minister Mamata Banerjee)। কিন্তু সকলেরই প্রশ্ন ছিল পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে সহযোগিতা করবে ফেডারেশন? অবশেষে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) সঙ্গে অসহযোগিতা প্রত্যাহার করে নিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। পরিচালক হিসেবেই এবার পুজোর ছবির শ্যুটিং শুরু করতে পারবেন রাহুল।
পরিচালকের আসনে ফিরলেন রাহুল মুখোপাধ্যায়
প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকা লড়াইয়ের অবশেষে অবসান হল গতকাল রাতে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর যে সাসপেনশন জারি করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পরিচালক ও ফেডারেশন দ্বন্দ্ব যখন চরমে, তখন হস্তক্ষেপ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই জানিয়েছিলেন এভাবে কাউকে ব্যান করা যায় না। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। এই সিদ্ধান্তে অবশ্যই রাহুল মুখোপাধ্যায় খুশি। আজ থেকে টেকনিশিয়ান্স স্টুডিওয় শুরু হয়েছে ছবির কাজ।
প্রযোজনা সংস্থা এসভিএফের এবারের পুজোর ছবির পরিচালনা করার কথা ছিল রাহুলের। সেই ছবির কাজই শুরু করেছেন তিনি। এই ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যকে। রয়েছেন প্রিয়ঙ্কা সরকার, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
গত ৩০ জুলাই মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক সারেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ। ছিলেন মন্ত্রী স্বরূপ বিশ্বাস। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে এরপর দিন থেকে শ্যুটিং শুরু হবে। নবান্নে বৈঠকের পরেই কাটল জট। ওইদিনই ফেডারেশনের তরফেও জানানো হয় স্টুডিওপাড়ায় ফ্লোরে ফিরবেন টেকনিশিয়ানরা। 'ফোন করে কিছু বিষয়ে বলছেন মুখ্যমন্ত্রী', এদিন বলেন স্বরূপ বিশ্বাস। বিরোধিতা সরিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা ফেডারেশনের। গৌতম ঘোষ, অরূপ বিশ্বাস, প্রসেনজিৎ, দেবকে নিয়ে রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।