তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ওয়েব সিরিজ মানেই কি একা একা দেখা? কানে হেডফোন, মোবাইল বা ল্যাপটপে চোখ.. তা তো নাও হতে পারে। যদি সবার সঙ্গে একসঙ্গে বসে দেখা মতো একটা ওয়েব সিরিজ তৈরি করা যায়? সেখানে একদিকে থাকবে সামাজিক গল্প আর অন্যদিকে থাকবে ভরপুর বাঙালিয়ানা! একই গল্পে যদি রাখা যায় ভূত, গুপ্তধন, প্রেম, পারিবারিক গল্প আর রবীন্দ্রনাথের ছোঁয়া? সেই ভাবনা থেকেই, হইচই (Hoichoi)-এর হাত ধরে তৈরি হল 'দাদুর কীর্তি' (Dadur Kirti)। এই সিরিজে রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bhandhopadhay)। অনুসূয়া মজুমদার (Anashua Majumdar), সত্যম ভট্টাচার্য্য় (Satyam Bhattacharyya), সৃজলা গুহ (Srijla Guha), শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilaal Mukherjee), চান্দ্রেয়ী ঘোষ (Chandrayee Ghosh), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee) ও অন্যান্যরা। বাঙালিয়ানায় মোড়া এই সিরিজে থাকছে আর কী কী চমক? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই গল্পই ভাগ করে নিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। 


'দাদুর কীর্তি' তৈরির পিছনে কী কী ভাবনা কাজ করেছিল পরিচালকের? রাহুল বলছেন, 'প্রথমেই ভেবেছিলাম, আমার প্রথম ওয়েব সিরিজ এমন হবে, যেটা আট থেকে আশি সবাই একসঙ্গে বসে দেখতে পারবেন। শুধু তাই নয়, বাঙালি যে যে বিষয়ে চিরকাল আকৃষ্ট হয় সেগুলোও রাখতে চেয়েছি এই সিরিজে। যেমন ভূত, গুপ্তধন, প্রেম। এই সিরিজটার জন্য আমার যেমন পরাণদা, অনুসূয়াদির মতো বয়োজ্যেষ্ঠ অভিনেতা অভিনেত্রীদের দরকার ছিল, তেমনই প্রয়োজন ছিল সত্যম বা সৃজলার মতো নবীনদের। এঁদের সবার সঙ্গে একসঙ্গে কাজ করার একটা আলাদা মজা রয়েছে। বড়দের সঙ্গে কাজ করলে কেবল যে নিজেই সমৃদ্ধ হওয়া যায় তা নয়, ওঁদের অনেক কিছু শেখানও যায়। অবাক হয়ে দেখি, বয়স হয়ে যাওয়া সত্ত্বেও ওঁরা কী অসম্ভব নমনীয়। সবসময় যেন শেখার জন্য তৈরি।'


এই সিরিজে রাহুলের মতে, কী কী চমক রয়েছে? পরিচালক বলছেন, 'এই সিরিজে প্রথমবার প্লেব্যাক করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় আর সত্যম। এটা নিঃসন্দেহে একটা বড় প্রাপ্তি। এছাড়াও কাস্টিংয়ে আরও বেশ কিছু চমক রয়েছে যেটা এখনই প্রকাশ্যে আনা যাবে না। ট্রেলার মুক্তি হলে সেই আঁচ পাওয়া যাবে।'


 






ওয়েব সিরিজ মানেই তো পরের সিজনের চাপ। 'দাদুর কীর্তি'-র ক্ষেত্রেও সেই পরিকল্পনা রয়েছে? রাহুল বলছেন, 'অবশ্যই। আমাদের হোয়াটসঅ্যাপে চৌধুরী পরিবার বলে একটা গ্রুপই রয়েছে। বিভিন্ন বয়সের অভিনেতা অভিনেত্রীরা একসঙ্গে হয়েছি। কিন্তু সবার সঙ্গে একটা এত ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে যে আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি সিরিজটার দ্বিতীয় সিজনের কাজ শুরু হওয়ার জন্য।'


আরও পড়ুন: John Cena at Oscar Stage: অস্কারের মঞ্চে হঠাৎ নগ্ন হয়ে হাজির জন সিনা, সাহসীকতার নেপথ্যে ছিল অন্য কারণ!