কলকাতা: ফের নতুন মিউজিক ভিডিও-তে রাহুল দেব বসু ( Rahul Dev Bose ) আর দেবাদৃতা বসু (Debadrita Basu)। পর্দার পাশাপাশি, ব্যক্তিগত জীবনেও তাঁদের রসায়ন ভীষণ পছন্দ দর্শকদের। ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ ব্যক্তিগত জীবনেও রয়েছেন প্রেমের সম্পর্কে। সম্ভবত সেই কারণেই রাহুল আর দেবাদ্রিতার সমীকরণ এত সুন্দরভাবে ধরা পড়ে পর্দায়। সদ্যই রবীন্দ্রসঙ্গীত নিয়ে তাঁদের নতুন একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। আর এবার একেবারে নতুন আঙ্গিকে, প্রকাশ্যে এল তাঁদের নতুন গান, 'কবেকার চেনা'। এই গানের মধ্যে দিয়ে একটি প্রেমের গল্পই ফুটিয়ে তুলবেন রাহুল আর দেবাদ্রিতা।
নতুন এই গানটি গেয়েছেন মহম্মদ ইরফান। গানের কথা লিখেছেন বারিষ। গানটি কম্পোজিশন করেছেন রূপক টিয়ারি। এই গানটি নিয়ে রাহুল বলছেন, 'গানের নাম হচ্ছে, 'কবেকার চেনা'। গানের নামই বলে দিচ্ছে, গানটার মধ্যে কী রয়েছে। ২ জন ভালবাসার মানুষ যখন একে অপরকে ভালবাসে, তখন তাদের একে অপরের বেশি আর কেউ চিনতে পারে না। একে অপরের প্রতি তাদের একটা ভরসা তৈরি হয়। একটা ভালবাসা তৈরি হয়। সেই বন্ধুত্ব, ভালবাসা, ভরসা এমন জায়গায় চলে যায় সেখানে মৃত্যু ও কাউকে আলাদা করতে পারে না। এটাই গানটার থিম। এমন একটা ভালবাসা, যেটা সময়কে পেরিয়ে যায়, সেটা নিয়েই।'
তবে এই প্রথম নয়, সদ্যই আরও একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে রাহুল আর দেবাদ্রিতাকে। রবীন্দ্রসঙ্গীত 'তুমি রবে নীরবে'-কে নতুনভাবে নিয়ে এসেছেন এই দুই রিল আর রিয়েল লাইফ জুটি। এই মিউজিক ভিডিওর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে একটি গল্প। কলেজ জীবনে প্রেম, ভালবাসা, রাজনীতি আর তারপরে বদলে যাওয়া জীবন.. এই গল্পই ফুটে উঠেছে মিউজিক ভিডিও জুড়ে। গানটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। গানের প্রত্যেকটা কথাকে মাথায় রেখে যেন ফুটিয়ে তোলা হয়েছে দৃশ্যপটগুলি। এই রবীন্দ্রসঙ্গীত যেমন একদিকে প্রেমের গল্প বলে, অন্যদিকে একটা নিপুণ বিচ্ছেদের জাল বুনেছে গোটা গান জুড়েই।
এই গানটি নিয়ে রাহুল বলেছেন, 'রাহুল দেব বসু বলছেন, 'ভালবাসা আর বিচ্ছেদের ক্ষেত্রে তো রবীন্দ্রনাথ কালজয়ী। প্রত্যেকটা প্রজন্মেই আমাদের মনে হয়, রবীন্দ্রনাথ যেন এই প্রজন্মের জন্যই গান কবিতা লিখে গিয়েছেন। সেই রবীন্দ্রনাথের গানেরই একটা নবীন রূপান্তর আমাদের মিউজিক ভিডিও। গানটা আপনারা সবাই চিনবেন। তুমি রবে নীরবে। নানা কারণে ভিডিওটা আমাদের জন্য স্পেশাল। ৩ সাড়ে ৩ বছর পরে একসঙ্গে আমি আর দেবাদৃতা কাজ করছি।'