কলকাতা: এবার ওয়েব সিরিজে বিক্রম চট্টোপাধ্যায় ও রাইমা সেন (Raima Sen)। তবে প্রেম নয়, এই গল্প এই পরিবারের অন্দরে লুকিয়ে থাকা রহস্যের গল্প। মুক্তি পেল সাহানা দত্ত (Sahana Dutta) ও রোহিত সামন্ত (Rohit Shamanta) পরিচালিত, সায়ন্তন ঘোষাল (Shayantan Ghoshal) পরিচালিত ওয়েব সিরিজ রক্তকরবী (Roktokorobi)-র ট্রেলার।                                                                                         


৩ ফেব্রুয়ারি থেকে জি ফাইভে দেখা যাবে এই সিরিজ। মুখোপাধ্যায় বাড়ির অন্দরমহলে লুকিয়ে থাকা রহস্য, একের পর এক মৃত্যু আর আত্মহত্যা.. এই সব মিলিয়েই এগিয়ে যাবে সিরিজের গল্প। জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। রাইমা ও বিক্রম ছাড়াও এই সিরিজে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) , লাবণী সরকার (Laboni Sarkar), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), অঙ্গনা রায় (Angana Roy), হরিদাস চট্টোপাধ্যায় (Haridash Chatterjee), রুকমা রায় (Rooqma Ray), তুলিকা বসু (Tulika Basu) ও অন্যান্যরা।                                                                                                                                                                     


আরও পড়ুন: Tu Jhoothi Main Makkaar Trailer: রণবীর-শ্রদ্ধার সম্পর্কের সমীকরণের ঝলক শেয়ার করলেন আলিয়া


অন্যদিকে, আরও একটি নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে জি ফাইভে।  'শ্বেতকালী'। জি ৫-এর নতুন ওয়েব সিরিজ 'শ্বেতকালী'-তে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। সানি ঘোষ পরিচালিত রহস্য রোমাঞ্চ এই সিরিজে একটি পরিবারের গল্প বলবে। কিন্তু শুধুই পরিবার নয়, সেই পরিবারের সঙ্গে জড়িয়ে থাকবে অতিপ্রাকৃত সব ঘটনা। পুরনো বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে আসা একটা সাদা কালীমূর্তিকে ঘিরেই মোড় ঘুরবে গল্পের।