কলকাতা: 'ডান্স বাংলা ডান্স' (Dance Bangla Dance)-এর মঞ্চে বেশ জনপ্রিয় চরিত্র সে । বছরের পর বছর ধরে, 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে সে হামেশাই আসে আর মজার মজার কথা বলে দর্শক থেকে শুরু করে প্রতিযোগী ও বিচারকদেরও হাসায় । সেটি হল 'কেকে' । 'ডান্স বাংলা ডান্স' -এর মঞ্চের অ্যানিমেটেড চরিত্র এই 'কেকে' । এটি মূলত একটি কঙ্কাল । তার চোখে রোদচশমা, দেঁতো হাসিতেই সে কিন্তু ইতিমধ্যেই বেশ জনপ্রিয় । 

আর এবার, টাইম মেশিনে চড়ে কেকে দেখতে পেল সবার ভবিষ্যৎ! কী সেই ভবিষ্যৎ? মজার ছলে সেটাই বড়পর্দায় দেখাল কেকে । সেখানেই কেকে জানায়, ভবিষ্যতে যমরাজ চক্রবর্তী (রাজ চক্রবর্তীকে মজা করে এই নামেই উল্লেখ করা হয়) একটি বিশাল বড় হাউজ খুলেছেন । সেই হাউজটি হল সুলভ শৌচালয়ের । সেখানে নাকি রাজ বসে বসে উপার্জন করবেন । এই কথায় হাসির রোল পড়ে যায় সবার মধ্যে । 

এরপরেই আসে অঙ্কুশের পালা । কেকে বলে অঙ্কুশ নাকি ভবিষ্যতে ডিমের ব্যবসা করবেন এবং নিজেই ডিম পাড়বেন । তার জন্য নাকি অঙ্কুশকে যথেষ্ট কষ্ট করতে হবে । কেকে এই বিষয়ে একটি ছবি ও সামনে নিয়ে আসে । সেখানে দেখা যাচ্ছে, অঙ্কুশ ডিম পাড়ছে । সবাই এই ছবি দেখে বেশ মজাই পেয়েছেন । আর অঙ্কুশ স্বভাবরই লজ্জা পেয়েছেন । তবে বিষয়টিকে সবাই মজার মতো করেই নিয়েছেন । 

এবার পালা কৌশানীর । তিনিও এই অনুষ্ঠানের বিচারক । তার বেলায় কথা বলতে গিয়ে কেকে কিন্তু বেশ নরম । তার নাকি 'লজ্জা করছে' । এরপরেই কৌশানীর একটি ছবি দেখান । সেখানে দেখা যাচ্ছে, কেকে আর কৌশানী পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে । আর কেকে-র কোলে একজন বাচ্চা আর মাটিতে ঘুরে বেড়াচ্ছে ৪ জন বাচ্চা । অর্থাৎ বিয়ে হয়েছে কেকে আর কৌশানীর । আর তাদের ৪টি সন্তান হয়েছে । ছবি দেখে কৌশানীর তো মাথায় হাত । 

গোটা বিষয় দেখে মিঠুন চক্রবর্তী, অর্থাৎ মহাগুরু এতটাই রেগে যান যে, কেকে-কে চলে যেতে বলেন । কেকে ও তেমনিই ছন্দ কেটে চলে যায় । সেই কবিতাতেও কৌশানী আর বনির উল্লেখ থাকে । কৌশানী শেষে চেয়ার থেকেই উঠে পড়েন । তারপরেই গায়েব হয়ে যায় কেকে । সবাই ফেটে পড়েন হাসিতে ।