মুম্বই: রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পর্নকাণ্ডে এবার শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের। রেড করা হয় রাজ শিল্পার জুহুর বিলাসবহুল বাংলোও। মুম্বই পুলিশের নজরে রাজের ১২ লক্ষ ডলারে ১২১টি পর্ন ভিডিও বিক্রির লেনদেন। আপাতত জেল হেফাজতেই রয়েছেন রাজ কুন্দ্রা। আগামী ২৭ তারিখ পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেয়েছে তাঁর। ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী, দায়ের করেছেন পিটিশানও। অন্যদিকে আজ জেরার পর শিল্পার প্রতিক্রিয়া, 'চ্যালেঞ্জের মোকাবিলা করব'।


অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। মুম্বইয়ের পুলিশ কমিশনার একটি বিবৃতিতে বলেছেন, 'অশ্লীল ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওঁর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।'


চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হল না। গ্রেফতারই হতে হল নামী ব্যবসায়ীকে।


অন্যদিকে রাজ কুন্দ্রার আইনজীবী আদালতে বলেন, ' ইনফরমেশন টেকনোলজির এই আইনকে ভারতীয় দণ্ডবিধির সঙ্গে একসঙ্গে পড়া যায় না। ইনফরমেশন টেকনোলজির ৬৭এ ধারায় বলা হয়েছে, একমাত্র শারীরিক সম্পর্ক হলে তবেই তা পর্ণোগ্রাফির আওতায় পড়ে। বাকি সমস্ত বিষয়কে অশ্লীল ছবি বলা যায় কিন্তু পর্ণোগ্রাফি না।


আজ রাজ-শিল্পার বাংলোয় হানা দেয় পুলিশ। সন্দেহ, পর্ণ শ্যুটিং থেকে পাওয়া টাকা দিয়ে চলত অনলাইন বেটিং। এই কারণে রাজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে চায় পুলিশ। আপাতত পুলিশের নজরে রাজের ১২ লক্ষ ডলারে ১২১টি পর্ন ভিডিও বিক্রির লেনদেন। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে বিস্ফোরক হোয়াটসঅ্যাপ চ্যাটও। পুলিশ সূত্রে খবর, মডেল ও অভিনেত্রীদের হুমকি দিতেন রাজ। পুলিশের হাতে এসেছে সেই সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাটও। 


আজ রাজ-শিল্পার জুহুর বাংলোতে পুলিশি রেড চলে। জেরা করা হয় শিল্পাকেও। তবে অভিনেত্রীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখবে পুলিশ।