মুম্বই: পর্নোগ্রাফি কেলেঙ্কারির পর এবার শিল্পা শেট্টি (Shilpa Shetty), রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে এবার প্রতারণার নতুন অভিযোগ। বান্দ্রা থানায় তারকা দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নীতিন বারাই নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, মোটা অঙ্কের লাভের টোপ দিয়ে ২০১৪ সালের জুলাই মাসে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার ফিটনেস সংস্থায় ১ কোটি ৫১ লক্ষ টাকা বিনিয়োগ করানো হয়। পরে সেই টাকা ফেরত চাওয়ায় অভিনেত্রী ও তাঁর স্বামী হুমকি দেন বলেও অভিযোগ। এই ঘটনায় শিল্পা ও রাজের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি বিভিন্ন অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফির ভিডিও অনলাইনে প্রকাশ করতেন। যদিও সেপ্টেম্বর মাসে তিনি জামিনে মুক্ত হন। তারপর থেকে তাঁকে প্রকাশ্যে কখনও দেখা যায়নি। এমনকী কোথাও কোনও বক্তব্য রাখতেও দেখা যায়নি। চলতি মাসে তিনি সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্ট মুছে দেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন শিল্পা শেট্টি। নিজের ছবির প্রমোশন হোক কিংবা সন্তানদের ছবি, ভিডিও, শরীরচর্চার ছবি-ভিডিও এবং বেড়াতে যাওয়ারও বিভিন্ন ছবি এবং ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন।
পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়ার পর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। জামিন পাওয়ার পর থেকে একবারও জনসমক্ষে না আসলেও কিছুদিন আগেই প্রকাশ্যে দেখা যায় রাজ কুন্দ্রাকে। শিল্পা শেট্টির অনুরাগীদের অজানা নয় যে দীপাবলি মিটতেই অভিনেত্রী পরিবারসহ হিমাচল প্রদেশের ধর্মশালায় বেড়াতে গিয়েছেন। সেখান থেকে তিনি আগেও ভিডিও পোস্ট করেছিলেন। আর সেখানেই অনুরাগীদের ক্যামেরাবন্দি হলেন সস্ত্রীক রাজ কুন্দ্রা। সম্প্রতি কোনও এক ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ধর্মশালার এক মন্দির দর্শন করতে গিয়েছেন দম্পতি।
প্রসঙ্গত, দীর্ঘদিন পর 'হাঙ্গামা টু' ছবি দিয়ে রুপোলি পর্দায় ফেরেন 'ধড়কন' অভিনেত্রী শিল্পা শেট্টি। বিগত কয়েক বছরে তাঁকে বড় পর্দায় দেখা না গেলেও ছোট পর্দায় বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে। ছোট পর্দায় জনপ্রিয় ডান্স শোয়ের বিচারকের আসনে হাজির ছিলেন শিল্পা। খুব শীঘ্রই তাঁকে 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-র বিচারকের আসনে দেখা যেতে চলেছে।