কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে একটি ছবি। অনলাইনে পোশাক বিক্রি করছেন সুস্মিতা সেনের (Sushmita Sen)-এর প্রাক্তন ভ্রাতৃবধূ অসোপা চারু (Ashopa Charu)। রাজীব সেনের সঙ্গে বিবাহবিচ্ছেদের বছর ঘুরেছে। অসোপা চারু আর রাজীবের একরত্তি কন্যাসন্তানও রয়েছে, নাম জিয়ানা। চারু জানিয়েছেন, জিয়ানার খরচ সামলাতে না পেরেই মুম্বই ছেড়েছেন তিনি। মাসে নাকি দেড় লাখেরও বেশি টাকা খরচ হচ্ছে জিয়ানার জন্য। একা মা চারুর পক্ষে তা সামলানো সম্ভব হচ্ছে না। সেই কারণেই বিকানেরের বাড়িতে চলে গিয়েছেন চারু। সেখানেই অভিনেত্রীর বাবা ও মা থাকেন। চারুর ইচ্ছা, সেখানে মেয়েকে নিয়ে গেলে মেয়ে অন্তত দাদু দিদার সঙ্গ পাবে। মুম্বইতে একা একা মায়ের সঙ্গে থাকা কঠিন হয়ে পড়ছে মেয়ে জিয়ানার পক্ষেও এমনটাই জানিয়েছেন চারু। তবে এই বিষয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন।
চারু জানিয়েছিলেন, মেয়েকে নিয়ে একা খরচ চালাতে পারছেন না বলেই তিনি বিকানেরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যাওয়ার আগে জিয়ানার বাবা রাজীবকে সেই কথা জানিয়েওছেন চারু। কেন তিনি বিকানেরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই কথা বিস্তারিত লিখেছেন। সেই সঙ্গে লিখেছেন, রাজীব যখন খুশি জিয়ানার সঙ্গে দেখা করতে আসতে পারে। এতে চারুর কোনও আপত্তি নেই। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চারুর অনলাইনে পোশাক বিক্রির ভিডিও, নতুন জায়গায় গিয়ে চারু কি বেছে নিয়েছেন নতুন পেশা? তিনি কি অভিনয়কে বিদায় বলেছেন? এখন সেই জল্পনাই চারিদিকে।
আর এবার এই বিষয়ে মুখ খুলেছেন চারুর প্রাক্তন স্বামী রাজীব। তাঁর অভিযোগ, কন্যা জিয়ানাকে ইচ্ছা করেই তাঁর থেকে দূরে রাখা হচ্ছে। যাতে রাজীব জিয়ানার কাছে যখন খুশি না চলে যেতে পারেন, সেই কারণে চারু জিয়ানাকে নিয়ে চলে গিয়েছেন বিকানের। এখানেই শেষ নয়, জিয়ানার সঙ্গে রাজীবের শেষবার দেখা হয়েছে জানুয়ারিতে। জিয়ানা রাজীবকে যতটা মিস করে, ততটাই রাজীব মিস করেন তাঁর একরত্তি কন্যাকে। কিন্তু রাজীবের অভিযোগ, এই টানাপোড়েনের মধ্যে পড়ে সবচেয়ে বেশি যার ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে জিয়ানা। সে বাবা এবং মা দুজনকে পাচ্ছে না। রাজীব আরও অভিযোগ করেছেন, তিনি সদ্য দিল্লি গিয়েছিলেন এখটি কাজে। তখন তিনি চারুর সঙ্গে যোগাযোগ করেছিলেন যে তিনি জিয়ানার সঙ্গে দেখা করতে আসতে চান। চারু কোনও উত্তর দেয়নি বলে অভিযোগ তাঁর। রাজীব বলছেন, চারু মিথ্যে কথা বলছেন সবার কাছে যে তিনি রাজীবের থেকে কখনও জিয়ানাকে দূরে রাখতে চান না। আসল কথা হল, রাজীবের থেকে জিয়ানাকে দূরে সরানোর জন্যই তিনি বিকানের চলে গিয়েছেন।