কলকাতা: দক্ষিণের সবচেয়ে বড় তারকা বলা হয় তাঁকে। অগাধ সম্পত্তি, সেই সঙ্গে অগাধ ভালবাসার মালিক তিনি। রজনীকান্ত (Rajinikanth)। গোটা ভারত জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর অনুরাগীরা। তাঁরা প্রত্যেকে ভালবাসেন সুপারস্টারকে। তবে জানেন কি, এই তারকা হয়ে ওঠার পথ সহজ ছিল না রজনীকান্তের। জীবনের কটা সময়ে তিনি খুবর অভাবে দিন কাটিয়েছেন। এমনকি তাঁকে কুলির কাজ পর্যন্ত করতে হয়েছিল। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা (coolie)-র ট্রেলার। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সিনেমাটি দেখার জন্য। আর সেই ছবির প্রচারে এসেই নিজের অতীত জীবনের গল্প শোনালেন রজনীকান্ত। আর যা শুনে চোখ ভিজল সবারই।

রজনীকান্ত ওই অনুষ্ঠানে বলেন, একটা সময়ে অর্থের জন্য তিনি কুলির কাজ করতেন। মাল তুলে দিতেন। সেই সময়ে তাঁকে অনেক খারাপ ব্যবহার সহ্য করতে হত। কিন্তু তাঁর কাছে আর কোনও উপায় ছিল না। তাঁকে ওই কাজটিই করতে হত। একদিন এভাবেই কাজ করছিলেন তিনি। হঠাৎ একজন তাঁকে ডেকে একটি গাড়িতে মাল তুলে দিতে বলে। রজনীকান্তের সেই গলার আওয়াজটা চেনা লাগে। রজনীকান্ত ঘুরে দেখেন ও চিনতে পারেন সেই ব্যক্তিকে। তিনি ছিলেন কলেজে রজনীকান্তের সহপাঠী। অভিনেতার সহপাঠী ও তাঁকে এই কাজ করতে দেখে অবাক হয়ে যান। আর রজনীকান্ত ভীষণ লজ্জিত হয়ে পড়েন কারণ কলেজে পড়াকালীন তাঁর এই সহপাঠীকে নিয়ে তিনি ভীষণ মজা করতেন। সেই সময়ে সেই সহপাঠী রজনীকান্তকে মনে করিয়ে দেন যে কলেজে পড়াকালীন রজনীকান্তের কী উদ্ধত ব্যবহার ছিল। অথচ ভাগ্যের ফেরে আজ তাঁকে কুলির কাজ করতে হচ্ছে। রজনীকান্ত সেদিন সামলাতে পারেননি। ভেঙে পড়েছিলেন। ভীষণ কান্নাকাটি করেছিলেন। সেই অভিজ্ঞতার কথাই সর্বসমক্ষে ভাগ করে নিয়েছেন দক্ষিণী তারকা। প্রসঙ্গত, এই সিনেমায় দেখা যাওয়ার কথা আমির খানকেও।

সম্প্রতি , যোগী আদিত্যনাথকে পা ছুঁয়ে প্রণাম করার জন্য বিতর্কে জড়িয়েছিলেন রজনীকান্ত। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে অনেকেই সমালোচনা করেছেন অভিনেতার। একজন লেখেন, 'একজন ৭২ বছর বয়সী মানুষ একজন ৫১ বছর বয়সীর পা ছুঁয়ে প্রণাম করছেন, ভাবতে পারেন? এটা তখনই সম্ভব যখন আপনি ধর্মের নামে অন্ধ হন।' এই কটাক্ষের উত্তর দিয়ে রজনীকান্ত বলেন, 'যোগী বা সন্ন্যাসীদের পা স্পর্শ করা এবং তাদের আশীর্বাদ নেওয়া আমার অভ্যাস, এদিনও আমি সেটাই করেছিলাম'