নয়াদিল্লি: অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন 'ভেট্টইয়ান' (Vettaiyan) মুক্তির জন্য। কারণ এই ছবির হাত ধরেই প্রায় বছর ৩০ পর আবার একসঙ্গে কাজ করবেন রজনীকান্ত (Rajinikanth) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শুক্রবার চেন্নাইয়ে 'ভেট্টইয়ান' ছবির অডিও লঞ্চ হয়। সেখানেই বর্ষীয়ান অভিনেতার প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করেন থালাইভা। 'ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন অনুযায়ী, রজনীকান্ত কথায় কথায় জানান অতীতে অমিতাভ বচ্চনের আর্থিক সমস্যার কথাও, এবং কীভাবে তিনি নিজের কাজ ও দক্ষতার মাধ্যমে সেই পরিস্থিতির মোকাবিলা করে ফিরে আসেন তাও জানান। 


অমিতাভের অতীত প্রসঙ্গে কী বলেন রজনীকান্ত?


রজনীকান্ত বলেন, 'যখন অমিত জি সিনেমা প্রযোজনা করা শুরু করেন তখন তিনি বিপুল ক্ষতির সম্মুখীন হন। এমনকী নিজের চৌকিদারকে দেওয়ার মতোও টাকা ছিল না তাঁর কাছে। নিলামে ওঠে তাঁর জুহুর বাসস্থান। গোটা বলিউড তাঁর দিকে তাকিয়ে হাসাহাসি করেছিল... বিশ্ববাসী তোমার পতনের অপেক্ষায় থাকবে চিরকাল। আগামী ৩ বছরে, উনি অজস্র বিজ্ঞাপনের কাজ করেন, কেবিসি করেন, টাকা উপার্জন করেন এবং জুহুর ওই বাড়ি সমতে একই রাস্তায় তিন-তিনটে বাড়ি কিনে ফেলেন। উনি এমনই একজন অনুপ্রেরণামূলক মানুষ। ওঁর ৮২ বছর বয়স, এবং এখনও দিনে তিনি ১০ ঘণ্টা করে কাজ করেন।' 


রজনীকান্ত আরও বলেন, 'অমিতাভ জির বাবা প্রখ্যাত লেখক। তাঁর প্রভাব খাটিয়ে অমিতাভ জি যা খুশি করতে পারতেন। কিন্তু পরিবারের সাহায্য না নিয়ে এই কেরিয়ারে তিনি একা আসেন... একবার অমিতাভ জির বড়সড় দুর্ঘটনা ঘটে। সেই সময়, ইন্দিরা গাঁধী বিদেশে এক কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন। দুর্ঘটনার খবর পেতেই, তিনি তড়িঘড়ি ভারতে ফিরে আসেন। তখনই সাধারণ মানুষ জানতে পারেন যে রাজীব গাঁধী ও অমিতাভ জি একসঙ্গে পড়াশোনা করেছিলেন।'


আরও পড়ুন: Tollywood News: টালিগঞ্জের স্টুডিও পাড়ায় 'থ্রেট কালচার'! আত্মহত্যার চেষ্টা টলিউডের হেয়ার স্টাইলিস্টের, 'লড়াই' করার বার্তা সুদীপ্তার


'ভেট্টইয়ান' ছবিতে বিগ বি-র চরিত্রের নাম সত্যদেব। রজনীকান্তের চরিত্রের নাম এখনও প্রকাশ্যে আসেনি। এছাড়া ছবিতে পুলিশ রূপার চরিত্রে দেখা যাবে রিতিকা সিংহকে। দুশারা বিজয়নকে দেখা যাবে সরণ্যার চরিত্রে, তারার চরিত্রে মঞ্জু ওয়ারিয়র, নটরাজের চরিত্রে রানা ডগ্গুবতি, প্যাট্রিকের চরিত্রে ফাহাদ ফাসিলকে দেখা যাবে। 'ভেট্টইয়ান' ছবির হাত ধরে প্রথমবার তেলুগু ছবিতে কাজ করবেন অমিতাভ বচ্চন। একইসঙ্গে এটি রজনীকান্তের ১৭০তম ছবি। দশেরার আবহে ১০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।