Infinix Phone: ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোন (Infinix Zero Flip 5G) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফ্লিপ ফোনের (Flip Phone) দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। দুটো রঙে ইনফিনিক্সের এই ফোন (Infinix Phone) ভারতে লঞ্চ হতে চলেছে বলে জানা গিয়েছে। ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোনের দাম ৫০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে হতে পারে। ঝিনুক যেভাবে খোলা-বন্ধ হয় সেই ডিজাইনে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোন। টিপস্টার পারস গগলানি এক্স মাধ্যমে জানিয়েছেন, ইনফিনিক্সের আসন্ন ফ্লিপ ফোনের দাম ৫০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে হতে পারে। ব্লসম গ্লো এবং রক ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হতে পারে ইনফিনিক্সের এই ফোন। এখনও অবশ্য ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোন লঞ্চের তারিখ জানা যায়নি। 


ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে একনজরে দেখে নিন 



  • এই ফোনে একটি ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। 

  • ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPO AMOLED ইনার স্ক্রিন থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৩.৬৪ ইঞ্চির কভার ডিসপ্লে। দুটো ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 

  • ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এর পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসরও থাকতে পারে এই ফোনে। এই দুই ক্যামেরা সেনসর রয়েছে ফোনের বাইরের ডিসপ্লেতে। আর ফোনের ইনার স্ক্রিনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে ফেজ ডিটেকশন অটো ফোকাস ফিচার যুক্ত রয়েছে। 

  • কানেক্টিভিটি অপশন হিসেবে ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোনে থাকতে পারে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ - এর সাপোর্ট থাকবে ইনফিনিক্সের এই ফোনে। 

  • ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোনে ৪৭২০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও ফোনের সাইডের অংশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 


আরও পড়ুন- ভারতে আসছে রেডমির নতুন স্মার্টওয়াচ, একবার চার্জে চলবে কতদিন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।