চেন্নাই: বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন সুপারস্টার রজনীকান্তের মেয়ে সৌন্দর্য রজনীকান্ত। চেন্নাইয়ের পারিবারিক আদালতে আজ এ জন্য হাজিরা দিয়েছেন তিনি। ছিলেন স্বামী অশ্বিন রামকুমারও।

২০১০-এ বিয়ে করেন সৌন্দর্য-অশ্বিন। তাঁদের একটি সন্তানও রয়েছে। গত বছরের শেষের দিকে তাঁদের ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়।

বোঝাপড়ার ভিত্তিতে ছাড়াছাড়ির সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।

আগামী শুনানিতে তাঁরা বিচ্ছেদের শর্তাবলী সম্পর্কে নিজেদের সিদ্ধান্ত জানাবেন, এ ব্যাপারে ফাইল করতে হবে যৌথভাবে একটি মেমো। তার মধ্যে খোরপোষ থেকে সন্তানের দায়িত্ব- সব বিষয় নিয়ে বিশদে উল্লেখ থাকবে। দুপক্ষের সঙ্গে আলোচনার পর আদালত যদি সিদ্ধান্ত নেয় ছাড়াছাড়ির যথেষ্ট কারণ রয়েছে তবে ডিভোর্স মঞ্জুর হবে তাঁদের।