সূত্রের খবর, গতকাল নৌহট্টা এলাকায় জামিয়া মসজিদের ভেতর ছবি তুলছিলেন ডেপুটি এসপি। সেসময় মসজিদের ভেতর তিনি সাদা পোশাকে ছিলেন। তারপর আচমকাই তিনি তাঁর সার্ভিস পিস্তল থেকে গুলি চালান। ঘটনায় তিন ব্যক্তি আহত হন। এরপরই তাঁকে বাইরে ঘিরে ধরে উন্মত্ত জনতা। তারপর তাঁকে নগ্ন করে চলে বেধড়ক মার। এই ঘটনায় মৃত্যু হয়েছে ডেপুটি এসপির।
পিটিআই সূত্রে খবর, এরপর ওই উন্মত্ত জনতা এলাকায় ভাঙচুর শুরু করে। সেখানকার একটি খালি সিকিউরিটি পিকেটে হামলাও চালায় ওই জনতা। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পরে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। তবে প্রথমে এটা ঠিক বোঝা যাচ্ছিল না কেন পুলিশের ওই ডেপুটি এসপি মসজিদের ভেতর ছবি তুলছিলেন। পরে পুলিশেরই এক উচ্চপদস্থ আধিকারিক জানান, নিহত পুলিশ আধিকারিকের ওখানে ডিউটি ছিল। লায়লাতুল উপলক্ষে ইদানিং রাতে মসজিদ এলাকায় লোকের ভিড় থাকছে। সেইজন্যেই পুলিশ মোতায়েন করা হচ্ছে, দাবি পুলিশ সূত্রের।
কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে জম্মু-কাশ্মীরে মানুষের চলাফেরার ওপর নানা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। চলছে কড়া নজরদারিও।