মুম্বই: সদ্য কয়েকদিনই হয়েছে বিয়ে করেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao) এবং পত্রলেখা (Patralekha)। চণ্ডীগড়ে বিলাসবহুল ভিলাতে বসেছিল তাঁদের বিয়ের আসর। দীর্ঘ এগারো বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে তাঁদের সম্পর্ক বিয়ের পরিণতি পেল। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দারুণ খুশিতে রয়েছেন তারকা দম্পতি। সম্প্রতি ছবি তোলার সময় পত্রলেখাকে 'ভাবী জি' বা 'বৌদি' বলে ডাকেন পাপারাজ্জিরা। এমন সম্বোধন পেয়ে কী প্রতিক্রিয়া দিলেন সদ্য বিবাহিতা পত্রলেখা? অভিনেতা রাজকুমার রাও বা কী বললেন?



সম্প্রতি সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে কোথাও যাচ্ছিলেন রাজকুমার রাও। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পত্রলেখার সঙ্গে হাসুমুখে পোজ দিয়ে ছবিও তোলেন। এদিন পত্রলেখা সেজেছিলেন লাল শাড়িতে। আর রাজকুমার রাওকে দেখা যায় অফ হোয়াইট পোশাকে। পত্রলেখার হাতে হাত রেখে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন নবদম্পতি। সেই সময়ই ছবি শিকারীদের মধ্যে থেকে কেউ পত্রলেখাকে 'ভাবী জি' বলে উল্লেখ করেন। আর পাপারাজ্জিদের কাছ থেকে এমন ডাক শুনে লজ্জায় লাল হয়ে যান পত্রলেখা। পাশে থাকা স্বামীকে তিনি ইশারায় বলেও যে, তাঁকে 'ভাবী জি' বলে ডাকছেন। আর স্ত্রীকে এমন সম্বোধন করায় রাজকুমারও হেসে ওঠেন। তারকা দম্পতির এমন অভিব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।


আরও পড়ুন - Katrina Kaif Update: বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে, মিডিয়ার চোখ এড়াতে কী করছেন ক্যাটরিনা কাইফ?



জল্পনা অনেকদিন ধরেই চলছিল। শোনা যাচ্ছিল এই মাসেই বিয়ে করতে চলেছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। কারণ, তারকা জুটির পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। যদিও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল, চণ্ডীগড়েল বিলাসবহুল কোনও ভিলাতেই বসবে রাজকুমার রাও এবং পত্রলেখার বিবাহ আসর (Rajkumar Rao Patralekha Wedding)। আর সমস্ত জল্পনাকে সত্য করে গত ১৫ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেন 'বধাই দো' অভিনেতা। বিয়ের পর অবশ্য রাজকুমার রাও এবং পত্রলেখা দুজনেই নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি শেয়ার করেছেন।