মুম্বই: নানা সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) জানিয়েছেন যে, কেরিয়ারের একেবারে শুরুর দিকে তাঁর ব্যাঙ্কে ছিল মাত্র ১৮ টাকা। হ্যাঁ ১৮ টাকা। ভুল পড়ছেন না একেবারেই। বলিউডের বাইরে থেকে আসা রাজকুমারকে বলিউডে কেরিয়ার গড়তে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তবে, আজ বলিউডে তিনি প্রতিষ্ঠিত অভিনেতা। নিজের দক্ষতায় নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন। তাই একসময়ে যাঁর ব্যাঙ্কে ছিল মাত্র ১৮ টাকা, সেই রাজকুমার রাওয়ার আজ জুহুতে বাড়ি কিনলেন কোটি টাকায়। এক কোটি দু কোটি নয়, কত কোটিতে বাড়ি কিনলেন, তাই এখন চর্চার বিষয়।
রাজকুমারের নতুন বাড়ি-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী পত্রলেখা (Patralekha) সদ্যই বাড়ি কিনেছেন মুম্বইয়ের জুহুর বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। বাড়িটি আগে ছিল আর এক বলিউড অবিনেত্রী জাহ্নবী কপূরের। অ্যাপার্টমেন্টের ১৪, ১৫ এবং ১৬ নম্বর তল কিনে ফেলেছেন রাজকুমার - পত্রলেখা। আর তার দাম কত পড়ল জানেন? ৪৪ কোটি টাকা। সূত্রের খবর, গত ৩১ মার্চ কেনাকাটা সম্পন্ন হয়ে গিয়েছে। কিন্তু বাড়ির রেজিস্ট্রেশন হয় গত ২১ জুলাই। প্রসঙ্গত, রাজকুমার রাও এবং জাহ্নবী কপূর (Janhvi Kapoor) একে অপরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন 'রুহি' ছবিতে। রাজকুমার রাওকে শেষবার র্দায় দেখা গিয়েছে 'হিট' ছবিতে। ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, ছবিটি বক্স অফিসে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।
আরও পড়ুন - Rani Mukerji: আদিত্য নন, সঙ্গীতে কার সঙ্গে নাচছিলেন রানি? এতদিনে প্রকাশ্যে এল ছবি
প্রসঙ্গত, চলতি বছর বলিউডের বেশ কয়েকজন তারকাই নতুন বাড়ি কেনেন। কিছুদিন আগেই জানা যায়, প্রেমিকা মালাইকা অরোরার কাছাকাছি থাকার জন্য পুরনো ফ্ল্যাটটি ছেড়ে প্রায় ১২ কোটি টাকা দিয়ে নতুন বাড়ি কেনেন অর্জুন কপূর। অন্যদিকে, অভিনেতা রণবীর কপূর সবাইকে ছাপিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, বান্দ্রায় প্রায় ১১৯ কোটি টাকা দিয়ে বিশালাকার একটি বাড়ি কিনেছেন তিনি।