মুম্বই: জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছএন তিনি বর্তমানে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ৫৮ বছর বয়সী স্ট্য়ান্ড আপ কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে এদিন। খবর, হাসপাতাল সূত্রে।


শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে রাজু শ্রীবাস্তবের-


গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। জানা যায়, জিম করাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর। জিম ট্রেনারই তাঁকে ভর্তি করেন হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে এখনও জ্ঞান ফেরেনি তাঁর। যদিও সম্প্রতি জানা গিয়েছে যে, শরীরের কিছু কিছু অঙ্গ নড়াচড়া করাতে পারছেন রাজু শ্রীবাস্তব। সংবাদ সংস্থা পিটিআইকে রাজু শ্রীবাস্তবের ম্যানেজার নয়ন সোনি বলেন, 'রাজুর (রাজু শ্রীবাস্তব) শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। শরীরের কোনও কোনও অঙ্গ নড়াচড়া করাতে পারছেন তিনি। এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। আইসিইউ এবং ভেন্টিলেশনেই রাখা হয়েছে রাজু শ্রীবাস্তবকে। চিকিৎসকেরা জানাচ্ছেন, রাজুর জ্ঞান ফিরতে এখনও একটা সপ্তাহ লাগতে পারে।'


রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা প্রসঙ্গে শেখর সুমন-


কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা প্রসঙ্গে ট্যুইট করেছেন শেখর সুমন। তিনি তাঁর মাইক্রোব্লগিং সাইটে লিখেছেন, 'শারীরিক স্থিতিশীলতা রয়েছে রাজুর (রাজু শ্রীবাস্তব)। এখনও জ্ঞান না ফিরলেও আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখনও বেশ কয়েক সপ্তাহ লাগবে ওর সেরে উঠতে। ওর দ্রুত সুস্থতা কামনায় সকলে প্রার্থনা করুন। হর হর মহাদেব।'



আরও পড়ুন - Ali Asgar: কেন ছেড়েছিলেন 'কপিল শর্মা শো', বিস্ফোরক আলি আসগর


প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজু শ্রীবাস্তবের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়,  'সমস্ত ভুয়ো খবর বন্ধ করার চেষ্টা করছি আমরা। বহু মানুষ এমন অনেক মেসেজ করছেন আমাদের, যা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ছে আমাদের পক্ষে। আমরা ইনস্টাগ্রামেও এই সংক্রান্ত পোস্ট করেছি। এমনও গুজব রটেছে যে, রাজু জি অনেক বেশি শরীরচর্চা করেছেন। তাই শরীর খারাপ হয়েছে। কিন্তু এই খবর একেবারেই সঠিক নয়। প্রতিদিনের মতোই ট্রেডমিলে দৌড়োচ্ছিলেন তিনি। ও কোনওদিনই অত্যধিক শরীরচর্চা করেন না বা ওজন তোলেন না।' সংবাদমাধ্যমের কাছে রাজু শ্রীবাস্তবের ভাইপো কুশল বলেন, 'আমি সকলের কাছে অনুরোধ জানাব যে দয়া করে কেউ গুজব ছড়াবেন না। কোনও গুজবে কানও দেবেন না। রাজু জি ক্রমশ সুস্থ হচ্ছেন। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন যে, তাঁরা পজেটিভ রেসপন্স পাচ্ছেন। ওঁর শারীরিক অবস্থায় এখনও পর্যন্ত খারাপ কোনও খবর নেই। রাজু জি ইতিমধ্যেই ওঁর হাত আর আঙুল নাড়িয়েছেন। চিকিৎসকেরা তেমনটাই জানিয়েছেন আমাদের। ও লড়াকু মানুষ। ও ঠিক সমস্ত বাধা কাটিয়ে আমাদের কাছে ফিরবেন। আমি শুধু এটুকুই সবার কাছে অনুরোধ জানাব যে, দয়া করে কেউ গুজব ছড়াবেন না। ওঁর দ্রুত সুস্থতা কামনা করুন।'